Coronavirus Update: দাপট বাড়াচ্ছে চতুর্থ ঢেউ, বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছুঁইছুঁই

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। একইসঙ্গে দিনভর পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশ।

Coronavirus Update: দাপট বাড়াচ্ছে চতুর্থ ঢেউ, বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছুঁইছুঁই
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 11:59 PM

কলকাতা: আছড়ে পড়েছে করোনা চতুর্থ ঢেউ (Fourth Wave Coronavirus)। ইতিমধ্যেই বিবৃতি জারি করে চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলার সরকার(West Bengal Government)। এদিকে এরইমধ্যে বাংলার করোনা আক্রান্তের(Corona Infected) সংখ্যা ৩ হাজারের গণ্ডি ছুুঁইছুঁই। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২৬৫৯। সেখানে ২৪ ঘণ্টার ব্যবধানে তা বেড়ে হল ২৯৭৯। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। একইসঙ্গে দিনভর পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশ। 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – বুধবার আক্রান্ত ৬৬১। মঙ্গলবার আক্রান্ত ৭৪৩ জন। 

উত্তর ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ৬৫৫। মঙ্গলবার আক্রান্ত ৫৭৯ জন। 

দক্ষিণ ২৪ পরগণা – বুধবার আক্রান্ত ১৭৬। মঙ্গলবার আক্রান্ত ১৬৮ জন। 

হাওড়া – বুধবার আক্রান্ত ৭৯। মঙ্গলবার আক্রান্ত ১০১ জন। 

নদিয়া – বুধবার আক্রান্ত ১২৪। মঙ্গলবার আক্রান্ত ৫৫ জন। 

পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ১৩৫। মঙ্গলবার আক্রান্ত ১১৫ জন। 

পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ১২৭। মঙ্গলবার আক্রান্ত ৮৪ জন। 

দার্জিলিং- বুধবার আক্রান্ত ৮১। মঙ্গলবার আক্রান্ত ৮০ জন। 

বীরভূম- বুধবার আক্রান্ত ১৮১। মঙ্গলবার আক্রান্ত ১০৭ জন। 

পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ১২৩। মঙ্গলবার আক্রান্ত ১২৯ জন। 

পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ১৭। মঙ্গলবার আক্রান্ত ২৩ জন। 

জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ৯৩। মঙ্গলবার আক্রান্ত ৮১ জন। 

মুর্শিদাবাদ – বুধবার আক্রান্ত ২৭। মঙ্গলবার আক্রান্ত ৫ জন। 

মালদহ – বুধবার আক্রান্ত ১০৭। মঙ্গলবার আক্রান্ত ৯৯ জন। 

উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ৪৩। মঙ্গলবার আক্রান্ত ৩২ জন। 

আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ১৮। মঙ্গলবার আক্রান্ত ১৫ জন। 

বাঁকুড়া – বুধবার আক্রান্ত ২৬। মঙ্গলবার আক্রান্ত ৩২ জন। 

দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ৫১। মঙ্গলবার আক্রান্ত ১৬ জন। 

পুরুলিয়া – বুধবার আক্রান্ত ৩৫। মঙ্গলবার আক্রান্ত ৩৪ জন। 

ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ১০। মঙ্গলবার আক্রান্ত ৫ জন। 

কোচবিহার – বুধবার আক্রান্ত ৪৬। মঙ্গলবার আক্রান্ত ৩৩ জন। 

কালিম্পং – বুধবার আক্রান্ত ৩। মঙ্গলবার আক্রান্ত ০। 

হুগলি – বুধবার আক্রান্ত ১৬১। মঙ্গলবার আক্রান্ত ১২৩ জন। 

রাজ্যের করোনা চিত্র