Local Train Cancellation : ১০-২১ ফেব্রুয়ারি বড় ভোগান্তির আশঙ্কা, ফের হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একগুচ্ছ লোকাল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Updated on: Feb 08, 2023 | 9:32 PM

Local Train Cancellation : বর্ধমান স্টেশনের (Bardhaman Station) কাছে ভেঙে ফেলা হচ্ছে পুরনো ওভারব্রিজ। সে কারণেই গত রবিবার দিনভর বন্ধ থেকেছে গোটা স্টেশন।

Local Train Cancellation : ১০-২১ ফেব্রুয়ারি বড় ভোগান্তির আশঙ্কা, ফের হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একগুচ্ছ লোকাল
প্রতীকি ছবি।

কলকাতা : গত ৫ ফেব্রুয়ারি দিনভর বন্ধ ছিল বর্ধমান স্টেশন। ঘুরপথে চলছিল দূরপাল্লার ট্রেন। কমেছিল লোকালের সংখ্যা। যে সমস্ত লোকালগুলি চলছিল সেগুলির ক্ষেত্রেও দেখা গিয়েছিল কাটা সার্ভিস। এবার ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন। বাতিল হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারিতেও। প্রসঙ্গত, বর্ধমান স্টেশনের (Bardhaman Station) কাছে ভেঙে ফেলা হচ্ছে পুরনো ওভারব্রিজ। সে কারণেই গত রবিবার দিনভর বন্ধ থেকেছে গোটা স্টেশন। এই ওভারব্রিজটির বয়স প্রায় একশো বছরেরও বেশি। অনেক আগেই ভারী যান চলাচলের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল এই ব্রিজ। এবার চলছে ভেঙে ফেলার কাজ। 

এ কারণেই হাওড়া-বর্ধমান, বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট শাখায় দফায় দফায় বাতিল হচ্ছে প্রচুর লোকাল ট্রেন। বন্ধ থাকছে কিছু এক্সপ্রেস ট্রেনও। ঘুরপথে চলছে কিছু ট্রেন। ১০ থেকে ১৩ ও ২১ ফেব্রুয়ারি বর্ধমান-হাওড়া কর্ড লাইনে বাতিল থাকছে 36812, 36816, 36836, 36840, 36850, 36012 ডাউন লোকাল। মেন লাইনে বাতিল থাকছে  37812, 37782, 37834, 37838, 37842 ডাউন লোকাল। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বাতিল থাকছে 36811, 36813, 36825, 36829, 36851, 36011 আপ লোকাল। মেন লাইনে বাতিল থাকছে 37813, 37817, 37781, 37827, 37837 আপ লোকাল। একইসঙ্গে শুধুমাত্র ১০ তারিখ বর্ধমান থেকে বাতিল থাকছে 35011 কাটোয়াগামী লোকাল। কাটোয়া থেকে বাতিল থাকছে 35012 বর্ধমানগামী লোকাল। 

এই খবরটিও পড়ুন

অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান-হাওড়া কর্ড লাইনে বাতিল 36812, 36816, 36834, 36836, 36838, 36840, 36844, 36848, 36850, 36012 ডাউন লোকাল। মেন লাইনে বাতিল 37812, 37818, 37782, 37834, 37838, 37840, 37842, 37848, 37854, 37784 ডাউন লোকাল। ওই সময়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল থাকছে 36811, 36813, 36825, 36829, 36833, 36837, 36847, 36851, 36855, 36011 আপ লোকাল। মেন লাইনে বাতিল থাকছে 37813, 37817, 37825, 37827, 37829, 37831, 37837, 37841, 37853 আপ লোকাল। তবে যাত্রীদের সুবিধার জন্য, মেইন লাইনে হাওড়া এবং শক্তিগড়ের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল এবং হাওড়া ও মসাগ্রামের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল চলবে ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla