Chandranath Sinha: উত্তরে সন্তুষ্ট নয় ইডি? ফের একবার চন্দ্রনাথের ডাক পড়ল কেন্দ্রীয় এজেন্সির দরবারে
Kolkata: মন্ত্রীর বিরুদ্ধ জমা পড়েছিল চার্জশিটও। এরপর গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন রাজ্যের মন্ত্রী। তখন সাত দিনের হেফাজতে চেয়েছিল ইডি। কিন্তু, জামিন পান চন্দ্রনাথ। এরপর ফের বাড়ে তাঁর জামিনের মেয়াদ। ইডির হেফাজতের আবেদনের বিরোধিতা করেছিলেন চন্দ্রনাথের আইনজীবী।

কলকাতা: এই নিয়ে তৃতীয়বার, ফের তলব করা হল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগে থেকেই তিনি ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে। ফের একবার ডাক পড়ল রাজ্যের মন্ত্রীর। এর আগে,কারামন্ত্রীকে আদালতের নির্দেশে দুবার জিজ্ঞাসা করে ED। তবে সূত্রের খবর, মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট নন তাঁরা। সেই কারণে বুধবার তলব করা হয়েছে তাঁকে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নাম জড়ানোর পরই গত বছরের (২০২৪) মার্চে তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করেছিল নগদ ৪১ লক্ষ টাকা। তবে তখন তাঁকে গ্রেফতার করা হয়নি।
মন্ত্রীর বিরুদ্ধ জমা পড়েছিল চার্জশিটও। এরপর গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন রাজ্যের মন্ত্রী। তখন সাত দিনের হেফাজতে চেয়েছিল ইডি। কিন্তু, জামিন পান চন্দ্রনাথ। এরপর ফের বাড়ে তাঁর জামিনের মেয়াদ। ইডির হেফাজতের আবেদনের বিরোধিতা করেছিলেন চন্দ্রনাথের আইনজীবী। সেই সময় তিনি যুক্তি দিয়েছিলেন,”তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কী তদন্ত করতে চাইছে?”
পরে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন রাজ্যের কারামন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে অবশ্য কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।বিকেল ৫টার আগে ছেড়ে দিতে হবে। এমনকী , আদালত তখন এও বলেছিল ২ দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে না পারলে রাজ্য়ের মন্ত্রীকে ফের সমন পাঠাতে পারবে ইডি। সেই মতোই ফের একবার সমন গেল চন্দ্রনাথের কাছে।
