SSKM: এবার SSKM, সরকারি হাসপাতালের ভিতর নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার যুবক
উল্লেখ্য, গতবছর আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা ঘটে। তিলোত্তমার সেই ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য। গ্রেফতারও হয় সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়র। তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কোর্ট।

কলকাতা: এসএসকেএম (SSKM) হাসপাতালের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ। শৌচাগারের ভিতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ। জানা যাচ্ছে, হাসপাতালেরই কর্মীর হাতে হেনস্থার শিকার ওই নাবালিকা। গ্রেফতার অভিযুক্ত।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। নির্যাতিতা নাবালিকার বয়স চৌদ্দ বছর।
হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি এর আগে শম্ভুনাথ পণ্ডিতে কাজ করত। বর্তমানে এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী। গতকাল, ওই নাবালিকা পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালে আসে। OPD টিকিটের জন্য লাইনে ছিল। সেই সময় অভিযুক্ত ওয়ার্ড বয়ের পোশাক পরে আসে। পরিবারের দাবি, ওই ব্যক্তি জানান তিনি টিকিটের ব্যবস্থা করে দেবেন, কোনও রকম লাইন দিতে হবে না। এরপরই তিনি নাবালিকাকে অন্য একটি জায়গায় নিয়ে যান। সেখানেই একটি শৌচাগার ছিল। অভিযোগ সেখানেই শ্লীলতাহানি করা হয়। ঘটনার পরই নাবালিকা অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ভবানীপুর থানার পুলিশ এরপর ধাপা থেকে গ্রেফতার করে তাঁকে। এরপরই উঠছে একাধিক প্রশ্ন, NRS-এর কর্মী SSKM হাসপাতালে কী করছিলেন? কেনই বা অভিযুক্ত ওয়ার্ড বয়ের পোশাক পরে ঘোরাঘুরি করছিলেন?
উল্লেখ্য, গতবছর আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা ঘটে। তিলোত্তমার সেই ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য। গ্রেফতারও হয় সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়র। তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কোর্ট। এরপর চলতি বছরের কালীপুজোর দিনও এক মহিলা চিকিৎসকে ধর্ষণের হুমকির অভিযোগ ওঠে হোমগার্ডের বিরুদ্ধে। আর এবার আরও এক সরকারি হাসপাতালের ভিতর উঠল শ্লীলতাহানির অভিযোগ।
