Dumdum: লক্ষ লক্ষ টাকা লুটেও শান্তি হয়নি! এসি চালিয়ে, ফ্রিজের মিষ্টি বের করে আরাম করে খেল চোর, এ কী কাণ্ড দমদমে
Dumdum: রবার ফ্যাক্টরির মালিক বিশ্বজিৎ পালের বাড়ি এটি। তাঁর মেয়ে কর্মসূত্রে মুম্বইতে থাকে। গত ২৭ এপ্রিল বিশ্বজিৎ পাল তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে মুম্বই যান। বাড়ি বন্ধ ছিল। তাঁর শ্বশুর ও শাশুড়ি গিয়ে থাকবেন বলে জানিয়েছেন এসেছিলেন তাঁর দাদাকে।

দমদম: ঘর বন্ধ রেখে চলে গিয়েছিলেন বাড়ির মালিকেরা। কয়েকদিন ধরে সেই ঘরে যায়নি কেউ। গত মাসের ২৭ তারিখ থেকে বন্ধ থাকা সেই ঘরে শ্বশুর-শাশুড়ির গিয়ে থাকার কথা ছিল। কিন্তু মেয়ে-জামাইয়ের সেই বাড়িতে গিয়ে তাঁদের চক্ষু-চড়কগাছ। ঘরের দরজা ভাঙা, ভিতরে আলমারি থেকে বিছানা সব তছনছ। খোয়া গিয়েছে গয়না-টাকা সবই। দমদমের প্রাইভেট রোডের ঘটনা।
গয়না লুঠ করেই শেষ করেনি, ঘরে এসি চালিয়ে বসে ফ্রিজে থাকা মিষ্টি খেয়ে চলে যায় ওই চোরেরা! এমনটাই অভিযোগ উঠছে। বাড়ির মালিকের অভিযোগ, আনুমানিক নগদ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা, সোনার গয়না খোয়া গিয়েছে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল গয়নার কৌটোগুলি।
রবার ফ্যাক্টরির মালিক বিশ্বজিৎ পালের বাড়ি এটি। তাঁর মেয়ে কর্মসূত্রে মুম্বইতে থাকে। গত ২৭ এপ্রিল বিশ্বজিৎ পাল তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে মুম্বই যান। বাড়ি বন্ধ ছিল। তাঁর শ্বশুর ও শাশুড়ি গিয়ে থাকবেন বলে জানিয়েছেন এসেছিলেন তাঁর দাদাকে। সেই মতো শ্বশুর-শাশুড়ি গিয়ে দেখতে পায় বাড়ির দরজার তালা ভাঙা।
মোট তিনটি আলমারি ভেঙে লুঠপাট চালানো হয়েছে। পিছনের দরজা খুলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নাগেরবাজার থানায়। তদন্তকারী দল স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কীতিদের চিহ্নিত করার চেষ্টা করছে।
