এ-বছর ২৫-এর আগেই ক্রিসমাস উদযাপন হচ্ছে পার্ক স্ট্রিটে
পার্ক স্ট্রীট ২০২০

এ-বছর ২৫-এর আগেই ক্রিসমাস উদযাপন হচ্ছে পার্ক স্ট্রিটে

aryama das |

Dec 30, 2020 | 7:45 PM

এবছর করোনা পরিস্থিতিতে সোশাল গ্যাদারিং এড়িয়ে চলতে মানুষ পার্ক স্ট্রিটে ভীড় জমিয়েছেন দু-দিন আগে থেকেই।

প্রতিবছর ২৪ এবং ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে মানুষের ঢল দেখা যায়। তবে এবছর করোনা পরিস্থিতিতে সোশাল গ্যাদারিং এড়িয়ে চলতে মানুষ ভীড় জমিয়েছেন দু-দিন আগে থেকেই। ২১ ডিসেম্বর অ্যালেন স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনের পর থেকেই মানুষের উদযাপন শুরু হয়ে গিয়েছে পার্ক স্ট্রিটের রাস্তায়। অ্যালেন স্ট্রিট ধরে দু-পা হাঁটলেই কানে আসবে “আই উইশ আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার”। পার্ক স্ট্রিট সেজেছে আপন আলোয়। আপনি তৈরী তো?

Published on: Dec 24, 2020 03:05 PM