এ-বছর ২৫-এর আগেই ক্রিসমাস উদযাপন হচ্ছে পার্ক স্ট্রিটে

aryama das |

Dec 30, 2020 | 7:45 PM

এবছর করোনা পরিস্থিতিতে সোশাল গ্যাদারিং এড়িয়ে চলতে মানুষ পার্ক স্ট্রিটে ভীড় জমিয়েছেন দু-দিন আগে থেকেই।

Follow Us

প্রতিবছর ২৪ এবং ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে মানুষের ঢল দেখা যায়। তবে এবছর করোনা পরিস্থিতিতে সোশাল গ্যাদারিং এড়িয়ে চলতে মানুষ ভীড় জমিয়েছেন দু-দিন আগে থেকেই। ২১ ডিসেম্বর অ্যালেন স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনের পর থেকেই মানুষের উদযাপন শুরু হয়ে গিয়েছে পার্ক স্ট্রিটের রাস্তায়। অ্যালেন স্ট্রিট ধরে দু-পা হাঁটলেই কানে আসবে “আই উইশ আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার”। পার্ক স্ট্রিট সেজেছে আপন আলোয়। আপনি তৈরী তো?

প্রতিবছর ২৪ এবং ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে মানুষের ঢল দেখা যায়। তবে এবছর করোনা পরিস্থিতিতে সোশাল গ্যাদারিং এড়িয়ে চলতে মানুষ ভীড় জমিয়েছেন দু-দিন আগে থেকেই। ২১ ডিসেম্বর অ্যালেন স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনের পর থেকেই মানুষের উদযাপন শুরু হয়ে গিয়েছে পার্ক স্ট্রিটের রাস্তায়। অ্যালেন স্ট্রিট ধরে দু-পা হাঁটলেই কানে আসবে “আই উইশ আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার”। পার্ক স্ট্রিট সেজেছে আপন আলোয়। আপনি তৈরী তো?

Next Video