Partha Chatterjee: অভিযোগের লম্বা তালিকা শুনে পার্থ বললেন, ‘সব কাল্পনিক’, কথা শুনে স্তম্ভিত বিচারক
Partha Chatterjee: এদিন পার্থ বিচারককে বলেন, "আর একটা কথা আছে। চার্জ গঠন করার নামে ম্যালাইন করা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রমাণ ছাড়া চার্জ গঠন করা হচ্ছে।"
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হল চার্জ গঠন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা তুলে ধরে বিচারপতি প্রশ্ন করতেই, পুরোটাতে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দিলেন পার্থ।
চার্জ গঠনে পার্থর বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছে, তা উল্লেখ করেন বিচারক।-
১. পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের নামে থাকা সংস্থার ঠিকানা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে।
২. পার্থ ডামি সংস্থা তৈরি করেছেন দুর্নীতির টাকা সরানোর জন্য।
৩. প্রভাব খাটিয়ে ভুয়ো ডাইরেক্টর নিয়োগ করা হয়েছে।
৪. অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে MIC লেখা চিঠি মিলেছিল।
৫. সংস্থাগুলির মাধ্যমে অনেক সম্পত্তি কেনা হয়।
৬. অপরাধমূলক কাজের মাধ্যমে অনেক টাকা কামিয়েছেন পার্থ।
৭. ডামি ডিরেক্টরদের পার্থ নির্দেশ দিয়েছিলেন অর্পিতার নির্দেশে কাজ করতে। একাধিক সংস্থা তৈরি করেছিলেন বেনামে। তবে সংস্থাগুলির প্রত্যেকদিনের কাজ দেখতেন তিনি পার্থ নিজেই।
৮. ‘অপা ইউটিলিটি সার্ভিস’ সংস্থা যৌথভাবে তৈরি হয়।
৯. পার্থ অগ্রিম টাকা দিয়েছিলেন নির্মাণ সংস্থায় ফ্ল্যাট কেনার জন্য। আদৌ কেনা হয়নি। বুকিং হয়নি। কিন্তু টাকা সেইসব সংস্থার অ্যাকাউন্টে রয়ে গিয়েছে।
১০. টাকার বিনিময়ে চাকরি দিয়ে আর্থিক লেনদেনে যুক্ত পার্থ।
এই অভিযোগের বহর শোনানোর পর, বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি দোষী নাকি দোষী নন?’ উত্তরে পার্থ বলেন, সমস্তটাই একটি কাল্পনিক বিষয়। প্রমাণ হয়ে যাবে সেটা সত্যি না মিথ্যে। আমি নির্দোষ। সব কাল্পনিক। আমি সেটা প্রমাণ করব আপনার কাছেই।
এরপর পার্থ আবারও বলেন, “আর একটা কথা আছে। চার্জ গঠন করার নামে ম্যালাইন করা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রমাণ ছাড়া চার্জ গঠন করা হচ্ছে।” এ কথা শুনেই বিচারক বলেন, “আপনি যা বলছেন, তা তো আদালত অবমাননার সামিল। আপনি কীভাবে ভাবলেন যে প্রমাণ ছাড়া আদালত চার্জ গঠন করল? এমন ভাবার কোনও কারণ নেই। সব শেষে পার্থ বলেন, “আপনার উপর আস্থা রয়েছে।”