AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: মাঝ আকাশে হঠাৎ সংজ্ঞাহীন, তড়িঘড়ি কলকাতা এয়ারপোর্টে ‘ফোন’, পাইলটের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর

Kolkata Airport: অবস্থা বুঝে ব্যবস্থা নেন কলকাতা বিমানবন্দরের কর্মীরা। অগ্রাধিতারের ভিত্তিতে বিমানটিতে অবতরণের অনুমতি দেওয়া হয়। বে নম্বরে ৫১-তে শেষ পর্যন্ত অবতরণের অনুমতি মেলে। ২২৭ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু নিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি।

Kolkata Airport: মাঝ আকাশে হঠাৎ সংজ্ঞাহীন, তড়িঘড়ি কলকাতা এয়ারপোর্টে ‘ফোন’, পাইলটের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর
প্রতীকী ছবি Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 1:30 PM
Share

কলকাতা: দিল্লি থেকে কলকাতা আসছিল বিমানটি। কলকাতার আকাশে পৌঁছেও গিয়েছিল ইন্ডিগোর ৬ই২০১৪ বিমানটি। কিন্তু, আচমকা অসুস্থ হয়ে পড়েন বিমানের মধ্যে থাকা এক মহিলা যাত্রী। অজ্ঞানও হয়ে যান মুহূর্তেই। তাতেই শোরগোল পড়ে যায় বিমানের মধ্যে। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ কলকাতার এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুররি ভিত্তিতে আগাম অবতরণের অনুমতি চাওয়া হয়। 

এদিকে অবস্থা বুঝে ব্যবস্থা নেন কলকাতা বিমানবন্দরের কর্মীরা। অগ্রাধিতারের ভিত্তিতে বিমানটিতে অবতরণের অনুমতি দেওয়া হয়। বে নম্বরে ৫১-তে শেষ পর্যন্ত অবতরণের অনুমতি মেলে। ২২৭ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু নিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দরে নামে বিমানটি। ততক্ষণে নিচে প্রস্তুত ছিল মেডিক্যাল টিম। 

বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই দ্রুত ওই কল্যাণী চক্রবর্তী নামে ওই মহিলা যাত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে যায়। কিন্তু, তাতেও বিশেষ বদলায়নি পরিস্থিতি। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নিকটবক্তী ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার শ্বাসকষ্টজনিত সমস্যা ও ভার্টিগোর কারণেই এমনটা হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।