Patanjali: পারকিনসন্স নিরাময়ে নতুন দরজা খুলছে পতঞ্জলি, নতুন গবেষণা নিয়ে জোর শোরগোল
Patanjali: আচার্য বালকৃষ্ণের মতে, নিউরোগ্রিট গোল্ড জ্যোতিষ্মতী এবং গিলয়ের মতো প্রাকৃতিক ভেষজ এবং একংবীর রস, মতি পিষ্টি, রজত ভস্ম, বসন্ত কুসুমাকার রস, রসরাজ রস দিয়ে তৈরি। যা মানসিক রোগে বিশেষভাবে উপকারি।

কলকাতা: ভারত তো বটেই বর্তমানে গোটা বিশ্বেই বিপুল সংখ্যক মানুষ পারকিনসন্স রোগে ভুগছেন। এর কোনও নির্দিষ্ট প্রতিকার আজও সামনে আসেনি। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। পাকাপাকি সমাধানের খোঁজে চলছে নিরন্তর গবেষণা। এই সেই কাজে নেমে পড়ল পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটও। পতঞ্জলির ওষুধ নিউরোগ্রিট গোল্ড পারকিনসন্স রোগের কারণে স্মৃতিশক্তি হ্রাস যে সমস্যা হয় তা রোধে অনেকটাই সাহায্য করে। সি. এলিগ্যান্সের উপর করা নতুন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এটি নিশ্চিত করেছেন। পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটের এই গবেষণাটি উইলি পাবলিকেশনের জার্নাল সিএনএস নিউরোসায়েন্স অ্যান্ড থেরাপিউটিক্সে প্রকাশিতও হয়েছে।
এই গবেষণা সম্পর্কে আচার্য বালকৃষ্ণ বলছেন আশার কথা। তাঁর কথায়, এই রোগ কেবল একজন ব্যক্তিকে মানসিকভাবে অসুস্থ করে না, তার সামাজিক পরিধিও সঙ্কুচিত হতে শুরু করে। কিন্তু, নিউরোগ্রিট গোল্ড আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের এক অনন্য মিশ্রণ। এই গবেষণা দেখায় যে যদি প্রাকৃতিক ভেষজগুলিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে আজকের সমস্যা সমাধানে বিরাট সাফল্য অর্জন করা সম্ভব।
আচার্য বালকৃষ্ণের মতে, নিউরোগ্রিট গোল্ড জ্যোতিষ্মতী এবং গিলয়ের মতো প্রাকৃতিক ভেষজ এবং একংবীর রস, মতি পিষ্টি, রজত ভস্ম, বসন্ত কুসুমাকার রস, রসরাজ রস দিয়ে তৈরি। যা মানসিক রোগে বিশেষভাবে উপকারি। উচ্ছ্বসিত, পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট তথা প্রধান বিজ্ঞানী ডঃ অনুরাগ ভার্শনে। তিনি বলছেন, প্রথমবারের মতো সি. এলিগ্যান্সের উপর আয়ুর্বেদিক ওষুধ দিয়ে পরীক্ষা চালানো হয়েছে। দিনের শেষে এটি চমৎকার ফলাফল দিয়েছে।
