AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol Diesel Price: কলকাতায় আরও দামী পেট্রোল-ডিজেল! জ্বালানির জ্বালা থেকে নিস্তার কবে?

Petrol Diesel Price in Kolkata: বর্ধিত মূল্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হল ১১০ টাকা ৫২ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৫ টাকা ৪২ পয়সা। বুধবার সকাল ৬ টা থেকে পেট্রোল ডিজেলের নতুন দাম কার্যকর হবে। এই নিয়ে গত নয় দিনে আট বার বাড়ল পেট্রোপণ্যের মূল্য।

Petrol Diesel Price: কলকাতায় আরও দামী পেট্রোল-ডিজেল! জ্বালানির জ্বালা থেকে নিস্তার কবে?
কেরল, রাজস্থান, ওড়িশার দেখানো পথেই কি চলবে বাংলা?
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 11:07 PM
Share

কলকাতা : লাগাতার ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price)। মঙ্গলবার ফের দাম বাড়ল পেট্রোপণ্যের। প্রতি লিটার পেট্রোল দাম বেড়েছে ৮৪ পয়সা এবং লিটার পিছু ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। বর্ধিত মূল্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হল ১১০ টাকা ৫২ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৫ টাকা ৪২ পয়সা। বুধবার সকাল ৬ টা থেকে পেট্রোল ডিজেলের নতুন দাম কার্যকর হবে। এই নিয়ে গত নয় দিনে আট বার বাড়ল পেট্রোপণ্যের মূল্য। এদিকে পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী ও সমর্থকদের।

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বক্রোক্তি করে বলেন, “উত্তর প্রদেশের নির্বাচনের পর এটা মোদীর রিটার্ন গিফট। অমিত মালব্যকে বলুন আগে জিএসটির টাকাটা ফেরত দিতে।” মঙ্গলবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে যৌথভাবে এক মিছিলের ডাক দেওয়া হয়েছিল কলকাতায়। মিছিল শুরু হয় আশুতোষ কলেজ থেকে, শেষ হয় ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে। প্রতিবাদ মিছিলে পা মেলান সায়নী ঘোষ সহ দলের ছাত্র যুব শিবিরের পরিচিত নেতা-নেত্রীরাও। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী আক্রমণ শানিয়ে বলেন, “একমাসও হয়নি, উত্তর প্রদেশের ভোট মিটেছে। তার মধ্যেই তেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে।”

পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে সুর চড়িয়েছে বামেরাও। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইটারে লিখেছেন, “কোভিড মহামারীর ধাক্কা সামাল দিয়ে ওঠার পরেও আমজনতা যাতে স্বস্তিতে থাকতে না পারেন, তা নিশ্চিত করছে মোদী সরকার। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা করছি। অন্তত এখন পেট্রো পণ্যের উপর কেন্দ্রীয় করে কাঁটছাট করুন এবং দাম কমানোর ব্যবস্থা করুন।”

পেট্রো পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কী হতে পারে, তা ভালভাবেই জানে আমজনতা। ২০২১ সালেও কিছুটা একইভাবে লাগাতার পেট্রোপণ্যের মূল্য বাড়ছিল। সেই সময় অবশ্য কেন্দ্রীয় সরকার আমজনতার অবস্থার কথা বুঝতে পেরে পেট্রোল ও ডিজেলের উপর থেকে লিটার পিছু কেন্দ্রীয় কর যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা কমিয়ে দিয়েছিল। কেন্দ্রের দেখে বেশ কিছু রাজ্য সরকারও নিজেদের ভাগের করে কিছুটা ছাড় দিয়েছিল। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল আমজনতা। এখন ফের একবার সেই একইভাবে বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম। এবার কি ফের মোদী সরকার কেন্দ্রীয় করে ছাড় দেওয়ার পথে হাঁটবে? সেই দিকেই তাকিয়ে গোটা দেশের আমজনতা।

আরও পড়ুন : Food Sub-Inspector Panel: মানা হয়নি সংরক্ষণ নিয়ম, বাতিল ফুড সাব-ইনস্পেক্টর পদের প্যানেল