AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধুই কি কোভিড ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে আলোচনা নাকি মোদীকে কোনও বার্তা দেবেন মমতা? ভাবাচ্ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  (Narendra Modi) সঙ্গে স্ক্রিনে মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, করোনা (COVID Situation) নিয়ে বৈঠক হলেও, মোদী-মমতা এই ভার্চুয়ালি সাক্ষাতের রাজনৈতিক গুরুত্ব সাম্প্রতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুধুই কি কোভিড ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে আলোচনা নাকি মোদীকে কোনও বার্তা দেবেন মমতা? ভাবাচ্ছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: May 20, 2021 | 10:52 AM
Share

কলকাতা: রাজ্যের দুই মন্ত্রী-সহ চার নেতা এখন জেলে। নারদ মামলায়  যুক্ত হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী। বেলাগাম করোনার মোকাবিলায় হিমশিম খাচ্ছে রাজ্য। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  (Narendra Modi) সঙ্গে স্ক্রিনে মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, করোনা (COVID Situation) নিয়ে বৈঠক হলেও, মোদী-মমতা এই ভার্চুয়ালি সাক্ষাতের রাজনৈতিক গুরুত্ব সাম্প্রতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কোভিড পরিস্থিতিতে একটা পর্যালোচনামূলক ভার্চুয়াল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছাড়াও নবান্ন সভাঘর থেকে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব। উল্লেখ্য, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের ওপর। কলকাতায় ১ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৮, মৃত ৩১। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৪,১৭৭। মঙ্গলবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার হয়েছে ২৭.৭০ শতাংশ। আবার মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.২৩ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

সুস্থের সংখ্যা বাড়লেও রাজ্যে গোটা কোভিড পর্বে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হল গত ২৪ ঘণ্টায়। চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ বাড়াল সেটাই। রাজ্যে এক দিনে করোনায় মৃতের সংখ্যা ১৫৭, যা রেকর্ড সংখ্যক। উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে ৪৮ জনের, কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা ৩১। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় এখনও বাধ মানছে না সংক্রমণ। তাতেই উদ্বিগ্ন প্রশাসন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ-সহ দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এড়িয়ে সরাসরি প্রশাসনিক কর্তাদের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীদের বাদ দিয়ে এ ভাবে বৈঠক ডাকা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এরই মধ্যে বাংলার রাজনীতিতে নাটকীয় মোড়। কোভিড পরিস্থিতি মোকাবিলায় যখন কোমর বেঁধেছে নেমেছে প্রশাসন, তখনই নারদ মামলা অভিযুক্ত চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই!

আরও পড়ুন: এখনও ঝুলে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার নেতার ভাগ্য, আজ ফের হাইকোর্টে নারদ-কচ কচানি

বুধবারে যার নিষ্পত্তি হয়নি, বৃহস্পতিবার হাইকোর্টে মমতা মন্ত্রিসভার দুই মন্ত্রী-সহ চার নেতার সেই ভাগ্যই নির্ধারিত হবে। এই মামলায় আবার যুক্ত হয়েছেন খোদ মুখ্যমন্ত্রীও। তাঁর বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে সিবিআই। বিশ্লেষকদের কথায়, বাংলার পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। ঘটনাপ্রবাহ যেদিকে এগোচ্ছে, তাতে এদিন মমতা-মোদী বৈঠক কেবল কোভিড আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি অন্য কোনও বার্তা দেন মমতা, সেদিকেই তাকিয়ে বাংলা।

বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?