BJP: পুজোর আগেই বাংলায় ফের আসার সম্ভাবনা মোদীর, একাধিকবার আসতে পারেন শাহ

BJP: পুজোর আগে মোদী-শাহের কর্মসূচি সম্পর্কে এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে নারাজ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে বঙ্গ বিজেপির একটি অংশ জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সভার প্রাথমিক দিন বাছাই হলেও এখনও চূড়ান্ত হয়নি।

BJP: পুজোর আগেই বাংলায় ফের আসার সম্ভাবনা মোদীর, একাধিকবার আসতে পারেন শাহ
পুজোর আগে বাংলায় আসার সম্ভাবনা নরেন্দ্র মোদী ও অমিত শাহর

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 25, 2025 | 5:55 AM

কলকাতা: দিন তিনেক আগেই ঝটিকা সফরে বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর আগে ফের তিনি রাজ্যে আসতে পারেন। নদিয়ায় সভা করতে পারেন। শুধু প্রধানমন্ত্রী নন। পুজোর আগে বাংলায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর আগে তিনি ২ বার বাংলায় আসতে পারেন।

শুক্রবার বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। ঘণ্টা আড়াই ছিলেন। বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ থেকে তৃণমূলকে নিশানা করেন। পুজোর আগে ফের রাজ্যে আসতে পারেন মোদী। সব ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে জোড়া সভা করতে পারেন প্রধানমন্ত্রী। একটি প্রশাসনিক সভা আর একটি রাজনৈতিক সভা করার কথা তাঁর।

মোদীর ফের বঙ্গে পা রাখার আগে ২ বার বাংলা সফরে আসতে পারেন অমিত শাহ। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন হওয়ার কথা। সেখানে প্রধান বক্তা অমিত শাহ। তবে এখনও স্থান ঠিক হয়নি। কারণ, ১১ হাজার দলীয় পঞ্চায়েত সদস্যকে একসঙ্গে কোথায় জায়গা দেওয়া হবে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে বঙ্গ বিজেপিতে।

পঞ্চায়েতি রাজ সম্মেলনের পর পুজোর আগে আরও একবার বাংলায় আসার কথা শাহর। মহালয়ার পরের দিন, ২২ সেপ্টেম্বরে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর উদ্বোধন করার কথা তাঁর। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত এই দুর্গাপুজোর উদ্বোধনে আগেও এসেছেন তিনি। ওইদিনই বিজেপির পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনে অংশ নেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দু’বছর পরে ওই পুজোর আবার আয়োজন হচ্ছে ইজেডসিসিতে।

পুজোর আগে মোদী-শাহের কর্মসূচি সম্পর্কে এখনই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে নারাজ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে বঙ্গ বিজেপির একটি অংশ জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সভার প্রাথমিক দিন বাছাই হলেও এখনও চূড়ান্ত হয়নি।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। শাহ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন, বিহারে নির্বাচন শেষ হলেই বাংলায় ঘাঁটি গাড়বেন তিনি। বঙ্গ বিজেপি নেতারা বলছেন, পুজোর প্রাক মুহূর্তে না এলেও কালীপুজোর পর থেকে নিয়মিত ব্যবধানে বাংলায় আসবেন মোদী, শাহ-সহ দলের শীর্ষ নেতারা।