কলকাতা: তিনি এলেন। আবেগে ভাসলেন। স্বপ্ন দেখালেন। ভরসা দিলেন। মহানগরে শোনালেন ‘মন কি বাত’। আর কতটা জিতলেন শহরবাসীর মন? উত্তর মিলবে ৪ জুন। তবে কলকাতাকে আজ শুধু স্বপ্ন দেখালেন না, স্বপ্নপূরণের প্রতিশ্রুতিও দিয়ে গেলেন নমো। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলের সন্ধেয় শহরের রাজপথে রোড শো করেন মোদী। রাস্তার দু’ধারে ছিল উপচে পড়া ভিড়। শুধু রাস্তা কেন, রাস্তার দু’ধারে বাড়ির ঝুল বারান্দা থেকে শুরু করে, যে যেখানে জায়গা পেয়েছেন, দাঁড়িয়ে গিয়েছেন হাতে মোবাইল ফোন নিয়ে। প্রধানমন্ত্রীকে এক ঝলক ফ্রেমবন্দি করার আশায়। রাস্তার দু’ধারে এই উপচে পড়া সমর্থনের কতটা প্রভাব দেখা যাবে শনিবারের ভোটে? সেই নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
রোড শো’য়ে এই কাতারে কাতারে মানুষের ঢল দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এই উচ্ছ্বাস অকল্পনীয়। লোকসভা ভোটের প্রচার পর্বে বার বার তৃণমূল খোঁচা দিয়েছে বিজেপিকে। ‘বহিরাগত’ তত্ত্বে আক্রমণ শানিয়েছে পদ্ম শিবিরকে। তবে ভোট সপ্তমীর আগে আজ বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক বোঝালেন মোদী। কলকাতা শহরের সঙ্গেই যে বিজেপির শিকড় জড়িয়ে, এক্স হ্যান্ডেলে সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। তুলে ধরেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের কথা।
Our relation with Kolkata has deep historical roots. It was from here that Dr. Syama Prasad Mookerjee began his academic and political career. In the 1950’s he was elected to the Lok Sabha from this city. We want to serve the people of Kolkata and fulfil his vision for the city. pic.twitter.com/0nGMtT00Q6
— Narendra Modi (@narendramodi) May 28, 2024
এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ‘কলকাতার সঙ্গে আমাদের শিকড় জড়িয়ে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা ও রাজনৈতিক জীবন এই শহর থেকেই শুরু হয়েছিল। ১৯৫০-এর দশকে এই শহর থেকেই জিতে তিনি লোকসভায় গিয়েছিলেন। আমরা কলকাতাবাসীর সেবায় নিয়োজিত হতে চাই এবং এই শহরের স্বপ্ন পূরণ করতে চাই।’
For decades, Left and TMC leaders have ignored Kolkata’s progress. TMC has reduced municipal administration to a way of making money. This rampant corruption has affected common citizens. They are fed up of the Left, TMC and Congress. I am confident Kolkata will elect the BJP… pic.twitter.com/a01XNf1idW
— Narendra Modi (@narendramodi) May 28, 2024
একইসঙ্গে বাম-কংগ্রেস ও তৃণমূলকেও একহাত নিয়েছেন মোদী। তিনি লিখেছেন, ‘দশকের পর দশক ধরে বাম ও তৃণমূলের নেতারা কলকাতার বিকাশকে অবহেলা করেছে। পুর কর্তৃপক্ষকে তৃণমূল টাকা রোজগারের উপায় বানিয়ে ফেলেছে। যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার জন্য সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। বাম-কংগ্রেস ও তৃণমূলের উপর তাঁরা বিরক্ত হয়ে আছেন। আমি নিশ্চিত কলকাতা এবার বিজেপিকেই বেছে নেবে।’