কলকাতা: লোকসভা ভোটের মুখে বাংলার দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমো অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি এই বার্তা দিলেন মোদী। বিজেপি কর্মীদের বাংলায় যে সংগ্রাম, সে কথাও উঠে আসে মোদীর ভার্চুয়াল বার্তায়। বললেন, ‘এখানে জীবন বাজি রেখে কাজ করেন বিজেপি কর্মীরা।’ এ রাজ্যে যে বিজেপির শক্তি বেড়েছে, তার জন্যও দলীয় কর্মীদের কৃতিত্ব দিলেন তিনি। প্রসঙ্গত, পাঁচ বছর আগে উনিশের লোকসভা নির্বাচনের সময় এক উল্কাগতির উত্থান দেখেছে বঙ্গ বিজেপি। তারপর একুশের বিধানসভা ভোটে সাংগঠনিক শক্তি আরও বিস্তার পেয়েছে। মোদীর কথায়, ‘একটি হোস্টাইল পরিবেশের মধ্যে কাজ করতে হয় বিজেপি কর্মীদের। কর্মীদের এই লড়াকু মনোভাবের জন্যই রাজ্যে বিজেপির শ্রীবৃদ্ধি হচ্ছে।’
অতীতে বাংলায় ভোটের সময় যে অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে আসে, সে বিষয়টিও আজ উঠে আসে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বার্তায়। বললেন, ‘প্রতিটি ভোটের আগে বিজেপি কর্মীদের যেনতেন প্রকারে আটকানোর চেষ্টা করে তৃণমূল। গোটা দেশ তা দেখেছে।’ লোকসভা ভোটের মুখে বাংলায় দলীয় কর্মীদের কাজকর্মের গতি ও উচ্ছ্বাস দেখেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। বঙ্গ বিজেপির কর্মী-সমর্থকদের লড়াই ও সংগ্রামের কথা বলার সময় মোদী আসন্ন নির্বাচনের জন্য বাংলার থেকে ব্যাপক ফলের আশা করছেন। রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকদের এই লড়াই কোনও ভাবেই বিফল হবে না বলেই তাঁদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন মোদী। বাংলার সরকার কেন্দ্রের উন্নয়নকে এখানে বাস্তবায়ন না করে শুধু জনগণকে লুঠ করছে বলেও এদিনের ভার্চুয়াল রাজ্য সরকারকে একহাত নেন তিনি। মোদীর কথায়, ‘বাংলার মানুষ বিজেপির মধ্যে দিয়ে নতুন আশা খুঁজছে। তৃণমূল,বাম আর কংগ্রেস একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ছে। কারণ বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।’