AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: নিরাপত্তার চাদরে মুড়ে ফোর্ট উইলিয়ামে এলেন প্রধানমন্ত্রী মোদী, কী বার্তা দেবেন সেনাদের?

PM Modi in Fort William: আজ সকালে সাড়ে ন'টা নাগাদ ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাস্তা। বিরাট কনভয় নিয়ে ঢোকেন প্রধানমন্ত্রী মোদী। 

PM Narendra Modi: নিরাপত্তার চাদরে মুড়ে ফোর্ট উইলিয়ামে এলেন প্রধানমন্ত্রী মোদী, কী বার্তা দেবেন সেনাদের?
ফোর্ট উইলিয়ামে এলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 9:49 AM
Share

কলকাতা: সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, সোমবার ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল, রবিবারই তিনি কলকাতায় এসে পৌঁছন। আজ সকালে সাড়ে ন’টা নাগাদ ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাস্তা। বিরাট কনভয় নিয়ে ঢোকেন প্রধানমন্ত্রী মোদী।

রবিবার সন্ধ্যাতেই অসম থেকে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী মোদী। রাজভবনে রাত কাটান তিনি। এরপর আজ সকালে ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বৈঠকে যোগ দিতে এলেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। থাকবেন তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ(CDS) অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারাও। 

এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপারেশন সিঁদুরের পর এই প্রথম ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামেই ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৈঠক চলবে। মূলত সেনার আগামিদিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হবে।  

ফোর্ট উইলিয়ামে সেনা কনফারেন্সের উদ্বোধনের পর দুপুর ১টা পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি এখান থেকে বিহারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।