Honey Trap in Newtown: নিউটাউনে গেস্টহাউসের আড়ালে মধুচক্রের রমরমা কারবার! পুলিশ হানা দিতেই যা হল…
Newtown Honey Trap: গোপন সূত্র মারফত পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল এই মধুচক্রের বিষয়ে। সেই তথ্যের ভিত্তিতে এদিন যাত্রাগাছির ওই গেস্ট হাউসে অভিযান চালায় বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা।
কলকাতা: শহরতলিতে আবারও মধুচক্রের (Honey Trap) পর্দাফাঁস করল পুলিশ। নিউটাউনের (Newtown) যাত্রাগাছি এলাকায় একটি গেস্ট হাউসে চলছিল মধুচক্রের আসর। আর সেই মধুচক্রের আসর থেকে চারজন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ইকো পার্ক থানার পুলিশ এবং বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা অভিযান চালান নিউটাউনের যাত্রাগাছি এলাকায়। সেই অভিযানেই উদ্ধার করা হয় ওই নাবালিকাদের। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, বিগত বেশ কয়েক মাস ধরে ওই গেস্ট হাউসে মধুচক্রের আসর চলত। গোপন সূত্র মারফত পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল এই মধুচক্রের বিষয়ে। সেই তথ্যের ভিত্তিতে এদিন যাত্রাগাছির ওই গেস্ট হাউসে অভিযান চালায় বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গেস্ট হাউসের থেকে ইতিমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কেন নাবালিকাদের ওই গেস্ট হাউসে এনে এইভাবে দিনের পর দিন মধুচক্রের আসর চালানো হত, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা। এদিকে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ওই গেস্ট হাউসে তল্লাশি চালানো হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ইকোপার্ক থানার পুলিশ ও বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ তুলছেন, এই গেস্ট হাউসে মধুচক্রের বিষয়ে এর আগেও একাধিকবার পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশের তরফে বিষয়টি নিয়ে এতদিন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবারের পুলিশি অভিযানকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে যাত্রাগাছির ওই গেস্ট হাউস সংলগ্ন এলাকায়। এলাকাবাসীরাও সাধুবাদ জানাচ্ছেন পুলিশের এই অভিযানকে।
উল্লেখ্য, এর আগেও শহরতলির বিভিন্ন জায়গায় মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। কখনও আবার ঝা চকচকে স্পা-এর আড়ালে চলত মধুচক্রের আসর। অতীতে এমন বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। এবার নিউটাউনের যাত্রাগাছি এলাকায় শুক্রবার আরও একটি মধুচক্রের পর্দাফাঁস করল পুলিশ।