President Droupadi Murmu: বাংলায় রাষ্ট্রপতি, সাক্ষাত করবেন মমতা, কোমর বাঁধছেন DA আন্দোলনকারীরা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 26, 2023 | 5:00 PM

President Droupadi Murmu: সোমবার মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন।

President Droupadi Murmu: বাংলায় রাষ্ট্রপতি, সাক্ষাত করবেন মমতা, কোমর বাঁধছেন DA আন্দোলনকারীরা
বাংলায় আসছেন রাষ্ট্রপতি (ফাইল ছবি)

Follow us on

কলকাতা: সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন ডিএ আন্দোলনরত সরকারি কর্মীরা। এদিকেন, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোওপাধ্যায়ের সঙ্গে দেখা হবে রাষ্ট্রপতির। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হবে। উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে. রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন। একদিকে, বদলির নির্দেশ, অন্যদিকে বেতনে কোপ। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থানে ৫৯ দিনে পড়েছে। ২৯ মার্চ শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় পুলিশকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন DA-আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা এও জানিয়েছেন, বদলি ও বেতনে-কোপ নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। শনিবারই বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতিতে অংশগ্রহণকারীদের তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। এমন একটা জটিল পরিস্থিতিতে বাংলায় আসছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে মেল করে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানাবেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামবে। সেখানে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে বিশ্বভারতী কড়া নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। হেলিকপ্টার নামানোর ট্রায়ালও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ডিএ আন্দোলনকারীদের ই-মেলের উত্তর রাষ্ট্রপতি দেন কিনা, সেটাই এখন দেখার।

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla