Pujoy Pulse: মেয়ের হাতেই রূপ পাচ্ছেন মা! প্রথা ভাঙার লড়াইয়ে সুজাতারা
Pujoy Pulse Season 3: এমনই এক মহিলা মৃৎশিল্পী সুজাতা পাল। তিনি বললেন, "বিয়ে করে আসার পর থেকে আমি এ বাড়িয়ে আমার শাশুড়িকে, স্বামীকে প্রতিমা তৈরি করতে দেখেছি। " কুমোরটলির বুকে প্রায় তিন দশক ধরে প্রথা ভাঙার এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন কাকলিরা।

কলকাতা: মায়ের পুজো মেয়ের হাতে। দেবী দুর্গার মূর্তি গড়ে আসছেন বছরের পর বছর। পুজোয় পালস সিজন থ্রি এবার তুলে ধরল এমনই এক অনন্য মহিলা মৃৎশিল্পীকে। কুমোরটলির ওলিগলি বেয়ে যত এগিয়ে যাবেন, তত চোখে পড়বে নারী শক্তির রূপ। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিমা বানাচ্ছেন মহিলারা।
এমনই এক মহিলা মৃৎশিল্পী সুজাতা পাল। তিনি বললেন, “বিয়ে করে আসার পর থেকে আমি এ বাড়িয়ে আমার শাশুড়িকে, স্বামীকে প্রতিমা তৈরি করতে দেখেছি। ” কুমোরটলির বুকে প্রায় তিন দশক ধরে প্রথা ভাঙার এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন কাকলিরা। কুসংস্কারের ঘেরাটোপ অনেকটাই ফিকে হয়েছে। তাঁদের পথে এগিয়ে এখন অনেক মহিলারাই ঠাকুর গড়ার কাজ করছেন।
তিনি বললেন, “সংসারের কাজ সামলে নিয়ে আরও একটু বেশি সময় বার করি, যাতে এখানে সময়টা বেশি দিতে পারি।” তাঁরা ঘরে বাইরে সব কাজেই সমান পারদর্শিতা দেখিয়ে প্রমাণ করেছেন যথার্থ নারীশক্তি।
