Suvendu Adhikari: তৃণমূলের কর্মসূচিতে কেন সরকারি ডাক্তাররা ডিউটি দেবে?
Suvendu Adhikari: একইসঙ্গে দু’টি টুইটের একটিতে কোন কোন চিকিৎসককে দায়িত্বে রাখা হয়েছে সেই তালিকাও পোস্ট করে দিয়েছেন শুভেন্দু। যা নিয়ে এখন জোর বিতর্ক চলছে প্রশাসনিক মহলে থেকে রাজনৈতিক মহলে।
কলকাতা: শাসকদলের রাজনৈতিক কর্মসূচিতে বারবার ডাক্তারদের ডাক পড়া নিয়ে ক্ষুব্ধ চিকিৎসক সংগঠন। চিঠি গেল মুখ্যসচিবের কাছে। চলতি বছরের একুশে জুলাইয়ের কর্মসূচিতে ৩ দিনের মেডিকেল ক্যাম্প, নবজোয়ার যাত্রায় মেডিকেল ক্যাম্পের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। সরকারি অনুষ্ঠানে ডাক পড়লেও কেন শাসকদলের কর্মসূচিতে আলাদা করে বারবার ডাকা হচ্ছে সরকারি ডাক্তাদের সেই প্রশ্নও তোলা হয়েছে। আর এই ডাক আসছে একেবারে স্বাস্থ্য দফতর থেকে। তাতেই ক্ষোভে বেড়েছে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের অন্দরে।
ওয়াকিবহাল মহলের ধারণা, অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের পুঞ্জিভূত সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ স্পষ্ট এদিনের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে। তাৎপর্যপূর্ণভাবে যেদিন এই চিঠি এল, সেদিনই আবার বিস্ফোরক টুইট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্রের বিবাহের অনুষ্ঠানে ২৮ চিকিৎসককে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু।
এই বিস্ফোরক টুইটেই বিয়েবাড়িতে চিকিৎসকদের থাকার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি লিখেছেন, সপ্তাহব্যাপী এই রাজ-অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্যের স্বাস্থ্য দফতর আজ থেকেই আগামী রবিবার অব্দি এই প্রতিটি অকুস্থলে কার্শিয়াং হাসপাতালের আঠাশজন চিকিৎসক, সঙ্গে প্রায় সমসংখ্যক নার্স, ফার্মাসিস্ট ও অ্যাটেন্ড্যান্টদের সকাল থেকে রাত ও রাত থেকে সকাল দুই শিফটে ডিউটিতে মোতায়েন করেছে। শুভেন্দুর দাবি, ‘রাজবৈদ্যদের’ নিশিযাপনের জন্য যে শয্যা বরাদ্দ করা হয়েছে তা নাকি নিম্নমানের লজের বিছানারও অধম। একইসঙ্গে তাঁদের যে খাদ্য পরিবেশন করা হয়েছে তা নিওয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর সাফ প্রশ্ন, ‘এলাহী আয়োজনের ছিটেফোঁটা ভাগ কি এই ব্যক্তিদের দেওয়া যেত না?’
হে মোর দুর্ভাগা রাজ্য, যাদের করিতেছো অপমান, অপমানিত হতে হবে তোমাদেরও, সব দিন কাহারও যায় না সমান ! —————————————–
আগামী পরশু পিসির ভ্রাতুষ্পুত্র শ্রীমানের বিবাহবাসর বসতে চলেছে শৈলশহরে। প্রীতিভোজ দিন কয়েক পরে, নিউটাউনের বিলাসবহুল ব্যাঙ্কুয়েট হলে,… pic.twitter.com/TzjuNY4uuE
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 5, 2023
একইসঙ্গে দু’টি টুইটের একটিতে কোন কোন চিকিৎসককে দায়িত্বে রাখা হয়েছে সেই তালিকাও পোস্ট করে দিয়েছেন শুভেন্দু। যা নিয়ে এখন জোর বিতর্ক চলছে প্রশাসনিক মহলে থেকে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, আগে চিকিৎসকদের মেঝেয় ম্যাট্রেস পেতে শুতে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে এখন তাঁদের প্রত্যেকের জন্য বরাদ্দ হয়েছে একটি করে চৌকি। ঘটনায় এই মেডিকেল টিমে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, “গতকাল মকাইবাড়ির কাছে আমাদের একটি টি-এস্টেটের মধ্যে রাখা হয়েছিল। তবে যে জায়গায় রাখা হয়েছিল সেটা খুবই অপরিষ্কার। কয়েকটা ম্যাট্রেস দিয়ে বলা হয়েছিল তাতেই শুতে। এরপর আমরা প্রতিবাদ করায় একটা করে চৌকি দেওয়া হয়।”