AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: আরও তিনদিন তপ্ত থাকবে বাংলা, রবিবার স্বস্তির বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

Rain Forecast: শনিবার পর্যন্ত রাজ্যের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। অন্যদিকে ইতিমধ্যেই আবার আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।

Rain Forecast: আরও তিনদিন তপ্ত থাকবে বাংলা, রবিবার স্বস্তির বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
আসছে বৃষ্টি
| Edited By: | Updated on: Jun 07, 2023 | 4:53 PM
Share

কলকাতা: ১০ জুন পর্যন্ত তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা রয়েছে গোটা রাজ্যে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি তাপপ্রবাহ চলছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। কোথাও কোথাও পারা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। এই অসহ্য গরমের মধ্যে কিছুটা সুখবর। রবিবার থেকে হাওয়াবদলের আশা, শুরু হয়ে যাবে প্রাকবর্ষার বৃষ্টি। এমনই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার দক্ষিণবঙ্গের অন্তত ৯ জেলায় বৃষ্টির আশা রয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতাও (Kolkata)। রবিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। 

তবে কি দেরিতে হলেও বর্ষা আসছে উত্তরবঙ্গে? আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা চলে আসবে। ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তর-পূর্ব ভারতেও। শনিবারের পর উত্তরবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে কী হবে, তা এখনও স্পষ্ট নয়। শনিবার পর্যন্ত রাজ্যের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে। অন্যদিকে ইতিমধ্যেই আবার আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়ের কারণেও বাংলায় বেশ খানিকটা দেরিতে ঢুকবে বর্ষা এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। 

বাংলার বরাতে কী? 

অন্যান্য বছর জুনের শুরুতেই কেরলে ঢুকে যায় বর্ষা। এবার তাতে খানিক দেরি হচ্ছে। এর পিছনেও অবশ্য অনেকেই ‘বিপর্যয়’কে দায়ী করছেন। এদিকে বাংলায় রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও চলতি সপ্তাহে তপ্তই থাকবে বাংলা। বৃহস্পতিবার ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

শুক্রবার-শনিবার ১৩ জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী রবিবারও পশ্চিমাঞ্চলের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। রবিবারের পর থেকে হাওয়া-বদলের আশা এই জেলাগুলিতে। শনিবারের পর উত্তরবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ৫ জেলার তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। রবিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৯ জেলায়। রবিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। তার আগেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।