Jyotipriya Mallick: রাতেই হাসপাতাল থেকে ছুটি বালুর, হনহনিয়ে ঢুকলেন সিজিওতে

Ration Scam: তিনদিন পর সোমবার ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হল জ্যোতিপ্রিয়কে। নিজে পায়ে হেঁটেই ইডি অফিসারদের সঙ্গে হাসপাতাল থেকে বেরলেন তিনি। হাসপাতাল থেকে বেরনোর সময়, তিনি কেমন আছেন সেই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি মন্ত্রীমশাই।

Jyotipriya Mallick: রাতেই হাসপাতাল থেকে ছুটি বালুর, হনহনিয়ে ঢুকলেন সিজিওতে
জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 11:01 PM

কলকাতা: ইডি হেফাজতের নির্দেশ শুনে শুক্রবার এজলাসেই মূর্ছা গিয়েছিলেন রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে। তিনদিন পর সোমবার ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হল জ্যোতিপ্রিয়কে। নিজে পায়ে হেঁটেই ইডি অফিসারদের সঙ্গে হাসপাতাল থেকে বেরলেন তিনি। হাসপাতাল থেকে বেরনোর সময়, তিনি কেমন আছেন সেই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেননি মন্ত্রীমশাই।

সোমবার দুপুরেই জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসেছিল ওই বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বোর্ড। সেখান সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে। এরপর থেকেই ইডির অফিসারদের তৎপরতা দেখা গিয়েছিল। সন্ধেয় হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন ইডির দুই পদস্থ আধিকারিক। এরপর রাতেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে বেরোন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ঢোকার সময়েও মূল গেট দিয়ে ঢোকানো হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে। অন্য একটি গেট দিয়ে গাড়ি ঢোকানো হয়। ইডি সূত্রে খবর, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সোমবার রাতে ইডির অফিসে ঢোকার সময়েও সংবাদমাধ্যমের সামনে কোনও প্রশ্নের কোনও উত্তর দিলেন না প্রাক্তন খাদ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে ইডির অফিসারদের সঙ্গে হনহনিয়ে হেঁটে ভিতরে ঢুকে যান মন্ত্রীমশাই। জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী মল্লিকও আসেন ইডির অফিসে।

উল্লেখ্য, ব্যাঙ্কশাল আদালত শুক্রবার নির্দেশ দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজতের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেদিন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফলে, বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আজ থেকেই তাঁর ইডি হেফাজতের মেয়াদ শুরু হচ্ছে।