Recruitment Scam: দুর্নীতির আয়ের অর্ধেক কি অর্ধাঙ্গিনীর কাছে? চলতি সপ্তাহেই তলব করা হতে পারে শান্তনুর স্ত্রীকে
Recruitment Scam: মোটা টাকার বিনিময়ে পছন্দের জায়গার বদলি পর্যন্ত হত শান্তনুর অঙ্গুলিহেলনে। ইডি তদন্তে উদ্ধার বদলি সংক্রান্ত নথিও।

কলকাতা: এবার ইডির টার্গেটে শান্তনু-পত্নী প্রিয়াঙ্কা। নিয়োগ নথি ও লেনদেন জানতে এবার প্রিয়াঙ্কাকে তলব ইডির। বলাগড়ের যুবনেতাকে দফায় দফায় জেরা ইডি। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডি সূ্ত্রে খবর, কেবল চাকরি বিক্রিই নয়, সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের বদলির জন্য মোটা টাকা নিত শান্তনু। মোটা টাকার বিনিময়ে পছন্দের জায়গার বদলি পর্যন্ত হত শান্তনুর অঙ্গুলিহেলনে। ইডি তদন্তে উদ্ধার বদলি সংক্রান্ত নথিও। চাকরি বিক্রি করে শান্তনুর কামানো টাকার হদিশ পেতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জীকে তলব ইডির। প্রিয়াঙ্কার নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর ইডি সূত্রে । একাধিকবার ইডির নোটিশ এড়িয়েছে প্রিয়াঙ্কা। চলতি সপ্তাহে তলব করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
শান্তনু সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। ইডি-র হাতে এমন কিছু তথ্য এসেছে, শান্তনু ও কুন্তল দুর্নীতির টাকা ভিন রাজ্যে ব্যবসায় খাটিয়েছেন। ইডি-র বক্তব্য, কুন্তল ও শান্তনু ভিন রাজ্যে হোটেল ব্যবসা ও চা বাগানে বিপুল টাকা বিনিয়োগ করেছেন। মূলত ত্রিপুরা ও গোয়াতে হোটেল ব্যবসায় টাকা খাটানো হয়েছে বলে ইডি-র হাতে তথ্য এসেছে। দেশের নামী হোটেল-চেনেও কম করে ২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি ইডি-র। শান্তনু ও কুন্তলকে ইতিমধ্যেই জেরা করেছেন তদন্তকারীরা। কিন্তু জেরায় তাঁরা অভিযোগ অস্বীকার করেছে। এবার সে বিষয়ে আরও তলিয়ে তদন্ত করছে ইডি।
হাতে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেও নথি তলব করার কথা ভাবছেন তদন্তকারীরা। ২০১৭ সালের পর থেকে তাঁরা কোথায় বিনিয়োগ করেছেন, কোথা থেকে টাকা এসেছে, কোথায় বিনিয়োগ করেছেন, সেই বিষয়গুলি দেখতে চান ইডি আধিকারিকরা। শান্তনুর ব্যবসা সম্পর্কে জানতে এবার তাঁর স্ত্রীকেও তলব করতে চলেছেন তদন্তকারীরা।





