ইয়াসের ল্যান্ডফল শেষ হতেই উদ্ধারকার্যে নামল সেনা, দ্রুত কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী
বাঁধ ভেঙেছে বহু জায়গায়। অসংখ্য মানুষ এখনও আটকে রয়েছেন জলে। এই অবস্থায় দ্রুত উদ্ধারকার্যে নেমেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
দুপুর ৩ টে বাজার আগে ঝোড়ো হাওয়া কমে এলেও মাঝেমধ্যেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত চলছেই। ফলে দুর্যোগ কপালে নিয়েই উদ্ধারকার্যে নেমেছে অসংখ্য উদ্ধারকারী দল। দক্ষিণ ২৪ পরগনার এলাকায় এলাকা থেকে দুর্গতদের শুকনো জায়গায় নিয়ে আসার কাজ চলছে। ইয়াসের তাণ্ডবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ২ জনের মৃত্যু হয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, ল্যান্ডফল শেষ হলেও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। যে কারণে কোনও ঝুঁকি না নিয়েই দ্রুত বাসিন্দাদের সরানো হচ্ছে জলমগ্ন এলাকা থেকে।
আরও পড়ুন: ইয়াসে ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ, শুক্রবারই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ একাধিক এলাকায় উদ্ধারের কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সেনার সদস্যরাও নেমেছেন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথর প্রতিমা, গঙ্গাসাগর-সহ একাধিক এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে ১৩০ টির বেশি বাঁধ ভেঙেছে। ফলে এখনও আশঙ্কা কাটছে না। মমতা নিজেও শুক্রবার পূর্ব মেদিনীপুরে উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। সেচ দফতরকেও তিনি নির্দেশ দিয়েছেন জলাধারগুলির উপর নজর রাখতে যাতে বন্যা পরিস্থিতি তৈরি না হয়।