Road Accident: ২১ জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে উল্টে গেল সুমো, জখম ১২ হাসপাতালে

21 July: এদিন সকালেও একটি দুর্ঘটনা ঘটে। কৈখালিতে ঘটনাটি ঘটে। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার পথে যাচ্ছিল একটি সুমো গাড়ি।

Road Accident: ২১ জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে উল্টে গেল সুমো, জখম ১২ হাসপাতালে
গার্ডেনরিচ ফ্লাইওভারে দুর্ঘটনা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 6:24 PM

কলকাতা: তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। সেই সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল দলীয় কর্মী সমর্থকদের একটি ম্যাটাডর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ ফ্লাইওভারে। জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা এদিন ওই ম্যাটাডরটি ভাড়া করে ধর্মতলায় সমাবেশস্থলে গিয়েছিলেন। সমাবেশ শেষে ফেরার সময়ই ঘটনাটি ঘটে। গুরুতর জখম হন ১২ জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। আহতদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

এদিন সকালেও একটি দুর্ঘটনা ঘটে। কৈখালিতে ঘটনাটি ঘটে। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার পথে যাচ্ছিল একটি সুমো গাড়ি। সেই গাড়িতে ধাক্কা লাগে এক পথচারী ও এক বাইক আরোহীর। বিমানবন্দরের দিক থেকে যাচ্ছিল গাড়িটি। পথচারীর আঘাত এতটাই গুরুতর হয়, হাসপাতালে ভর্তি করতে হয় বলে জানা গিয়েছে।

কোভিডের কারণে গত দু’বছর ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালন সম্ভব হয়নি। ভার্চুয়ালি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, বিভিন্ন জেলা থেকে তা শুনেছেন দলীয় কর্মী সমর্থকরা। তবে এবার এই সমাবেশ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। দু’দিন আগে থেকেই শহরে আসতে শুরু করেন দলীয় কর্মী, সমর্থকরা। একদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম অন্যদিকে সল্টলেক মেলা প্রাঙ্গন, দু’জায়গাতেই শিবির করা হয়। সেখানেই দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার কার্যত জনজোয়ার দেখা গিয়েছে ধর্মতলায়। লক্ষ লক্ষ মানুষের ভিড়। বিভিন্ন রাস্তায় যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বহু রাস্তা প্রথম থেকেই ছিল একমুখী। এদিন সমাবেশে বক্তব্য শেষে দলনেত্রী সমস্ত কর্মীদের বার্তা দেন, বাড়ি ফেরার সময় সকলে যেন সংযতভাবে ফেরেন। কোনও দুর্ঘটনার কবলে যেন পড়তে না হয়। অভিযোগ, গার্ডেনরিচ উড়ালপুলে যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে, তার গতি অত্যন্ত বেশি ছিল। বেপরোয়া গতির কারণেই গাড়িটি উল্টে যায় বলে স্থানীয় সূত্রে খবর।