Kolkata Accident: আচমকাই সামনে চলে এসেছিল ছোটো গাড়ি, তবুও… দুর্যোগের মধ্যেই ট্রেলারের চালকের কাজে বাহবা দিচ্ছেন পুলিশ কর্তারা
Kolkata Accident: ট্রেলার চালকের উপস্থিত বুদ্ধিতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, বলছেন পুলিশ কর্তারাই
কলকাতা: আবারও মা উড়ালপুলে ওঠার মুখে দুর্ঘটনা। অল্পের জন্য এড়ানো গিয়েছে প্রাণহানির ঘটনা। একটি দশ চাকার ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের গার্ডেরেলে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, আচমকাই ট্রেলারটির সামনে একটি গাড়ি চলে আসে। তার ফলে তাঁকে আপৎকালীন ব্রেক কষতে হয়। এদিকে, বৃষ্টি হচ্ছিল। তাতে পিছলে যায় গাড়ির সামনের চাকা। রাস্তার মাঝে ডিভাইডারের ওপর উঠে যায় গাড়ির সামনের চাকা। ছোটো গাড়িটা ততক্ষণে সরে গিয়েছে। ট্রেলার থেকে লাফ দিয়ে নেমে প্রাণে বাঁচেন চালক-খালাসি। চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। তাঁদের সামান্য আঘাত লেগেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাস্তা তখন অনেকটাই ফাঁকা। বৃষ্টি হচ্ছিল। কিন্তু কয়েকটা গাড়ি তার মধ্যেই দ্রুত গতিতে যাচ্ছিল। রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায়, দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ সজোরে আওয়াজ শুনতে পান কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। যতক্ষণে তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছন, ততক্ষণে ট্রেলারের সামনের অংশ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। চালক ও খালাসি পালিয়ে যাননি, তাঁরা পাশেই দাঁড়িয়ে ছিলেন।
ঘটনাটা কীভাবে ঘটল, সেটা তাঁরাই গোটাটা বিবরণ দিয়েছেন। ট্রেলার চালকের বক্তব্য, “বৃষ্টি হচ্ছিল। গাড়ির গতিবেগ খুব বেশি ছিল না। তবে মা উড়ালপুলে ওঠার আগেই একটা ছোটো গাড়ি হঠ্ করে সামনে চলে আসে। তারফলেই জরুরিকালীন ব্রেক কষতে হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। গাড়ি ধাক্কা মেরে উঠে যায় গার্ডরেলের ওপরে। আমরা কোনওক্রমে দরজাটা খুলে লাফ দিয়েছিলাম। না হলে আমরাও যেতাম।”
পুলিশ জানাচ্ছে, ট্রেলারের চালক আপৎকালীন ব্রেক চেপেছিলেন বলেই ছোটো গাড়িটিকে ধাক্কা দেওয়া এড়ানো সম্ভব হয়েছে। না হলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। কিন্তু সে বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। তেমনটাই পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে গাড়ি চালকদের গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্তারা।