Weather Update: বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট, আজ বিকালের পর থেকে কোন কোন জেলায় সতর্কতা?
Weather Update: দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে? জানাল আবহাওয়া দফতর
কলকাতা : আজ, সোমবার বিকালের পর থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে কলকাতায়। আগামী ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। তবে সোম ও মঙ্গলবার একটু বেশিই বেগে বইবে হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
রবিবার রাতের বৃষ্টির পর কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি কমেছে। কলকাতার তাপমাত্রা কমে হয়েছে ২১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোম ও মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। উত্তরেও বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে। তবে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে কয়েকদিন। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তেমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে বৃষ্টি হলেও দুপুরের দিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। থাকবে ঘর্মাক্ত পরিবেশও। আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ৬ মে-র পর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেক্ষেত্রে সেই নিম্নচাপ যদি শক্তিশালী হয়, তাহলে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা থাকছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে তেমনই জানা গিয়েছে।
আগামী চার-পাঁচ দিন ধরে উত্তর পূর্ব ভারত ও সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশে। আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।