Dum Dum: ‘আসতেই হবে কাউন্সিলরকে’, টায়ার জ্বেলে পথ অবরোধ দমদমে
Dum Dum: এদিন এলাকার লোকজনই কাদিহাটি রোডে দীর্ঘক্ষণ অবরোধ করে। সকাল সকাল ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়নপুর থানার পুলিশ। পুলিশের সামনেও ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা।

দমদম: এখনও আসেনি বর্ষা। কিন্তু, তার আগের বৃষ্টিতেই বেহাল দশা রাস্তার। দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের দাবি জানালেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাদিয়াটি এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, রাস্তার যা অবস্থা তাতে যাতায়াতই যেন দায় হয়ে উঠেছে। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। প্রাণ হাতে করে যেতে হচ্ছে কাজে। কিন্তু, বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। সমস্যা প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে। কিন্তু, এখনও সারাইয়ের কোনও ব্যবস্থাই করা হয়নি। তাতেই ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।
এদিন এলাকার লোকজনই কাদিহাটি রোডে দীর্ঘক্ষণ অবরোধ করে। সকাল সকাল ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়নপুর থানার পুলিশ। পুলিশের সামনেও ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বিশ্বাসকে আসতে হবে। রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে।
প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বললেও কাউন্সিলর না আসা পর্যন্ত অবরোধ তুলতে নারাজ তাঁরা। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয়ে যায় বিক্ষোভ।
