AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Valley Case: ফের চিন্তা বাড়াচ্ছে রোজভ্যালি! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, পরের শুনানিতেই সবটা জানাতে হবে ED-কে

Rose Valley Case: এদিনই এবার রোজভ্যালির দু’জন আমানতকারীর অভিযোগ জমা পড়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। তাঁরা বলছেন, হাইকোর্টের সম্পত্তি বিক্রির নির্দেশ অমান্য করে ব্যবসা চলছে। দায়িত্বও দেওয়া হয়েছে রোজভ্যালির অভিযুক্ত কর্তাদের। এটা চলতে পারে কিনা তা হাইকোর্টের কাছে জানতে চাইছেন তাঁরা।

Rose Valley Case: ফের চিন্তা বাড়াচ্ছে রোজভ্যালি! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, পরের শুনানিতেই সবটা জানাতে হবে ED-কে
কী বলছে হাইকোর্ট? Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 6:39 PM
Share

কলকাতা: ফের চর্চায় রোজভ্যালি! এবার রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২২টি হোটেলের ব্যবসার গতিবিধি নিয়ে ইডি-র অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির মাধ্যমে যে হোটেলগুলি চলছে সেগুলির মধ্যে তগুলি এখনও ইডি বাজেয়াপ্ত করেছে তা জানতে চাইছে রাজ্যের শীর্ষ আদালত। আগামী শুনানিতেই ইডিকে সে ব্যাপারে তথ্য দিতে হবে হাইকোর্টে। 

একইসঙ্গে ওই হোটেলগুলি ছাড়া রোজভ্যালির হাত থেকে বাজেয়াপ্ত করা অন্যান্য সম্পত্তি বিক্রিতে ইডি রাজি আছে কিনা তা জানতে চায় আদালত। প্রসঙ্গত, এদিনই এবার রোজভ্যালির দু’জন আমানতকারীর অভিযোগ জমা পড়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। তাঁরা বলছেন, হাইকোর্টের সম্পত্তি বিক্রির নির্দেশ অমান্য করে ব্যবসা চলছে। দায়িত্বও দেওয়া হয়েছে রোজভ্যালির অভিযুক্ত কর্তাদের। এটা চলতে পারে কিনা তা হাইকোর্টের কাছে জানতে চাইছেন তাঁরা। তাঁদের দাবি, হস্তক্ষেপ করুক আদালত। আগামী শুনানিতেই এ বিষয়ে সওয়াল-জবাব হতে পারে বলে খবর। 

আগের নির্দেশ মেনে এদিন দিলীপ শেঠ কমিটির তরফে ওই সমস্ত সম্পত্তির ব্যবসা সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে আদালতে। ওই ব্যবসার আয়-ব্যয়ের হিসাবে নিয়ে আগামীদিনে অডিট রিপোর্ট জমা দিতে হবে শেঠ কমিটিকে। সেই রিপোর্ট পরবর্তীতে খতিয়ে দেখবে হাইকোর্ট। ২০ ফেব্রুয়ারি হতে চলেছে পরবর্তী শুনানি। সেদিন হাইকোর্টের কী পর্যবেক্ষণ থাকে এখন সেটাই দেখার। নতুন করে মামলা দায়ের হওয়ায় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের পথ দীর্ঘায়িত হয় কিনা তা নিয়েও তৈরি হয়েছে চাপানউতোর।