Teachers Protest: ‘আমাদের পেটে লাথি মেরে ওরা খাবার খাবে? খাওয়াচ্ছি…’, SSC ভবনে পিৎজা-বিরিয়ানির অর্ডার ঢোকার আগেই নষ্ট করলেন প্রতিবাদীরা
Teacher’s Protest: তক্ষণ না 'যোগ্য-অযোগ্যদের' তালিকা বেরবে সেই সময় পর্যন্ত তাঁরা এভাবেই রাতভর আন্দোলন চালিয়ে যাবেন। এমনকী, এসএসসি ভবনের দু'টো গেট বন্ধেরও নির্দেশ দিয়েছেন প্রতিবাদীরা।

এ দিন রাতে এসএসসি ভবনে খাবার অর্ডার আসছিল। ঢুকছিল পিৎজা সহ বিভিন্ন খাবারের থালি। তবে ভিতরে পৌঁছয়নি সেই খাবার। তার আগেই সেই খাবার মাটিতে ফেলে দেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারা। ক্ষুব্ধরা বলছেন,তাঁদের পেটে ভাত নেই। তাঁরা খেতে পাচ্ছেন না। অথচ সেই খাবার SSC ভবনের কর্মীরা খাবেন? এরপরই নষ্ট করে দেন তাঁরা। পা দিয়ে মাড়িয়ে খাবার নষ্ট করা হয়। এই ছবি দেখে অনেকেই বলছেন, মানুষের রাগ-ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছলে তবে এমন সিদ্ধান্ত নিতে পারেন…।
এক ক্ষুব্ধ শিক্ষক বলেন, “আমরা তো খাইনি। সারাদিন পেটে ভাত পড়েনি। ওঁরা কী করে খাচ্ছেন? বিবেক নেই?” আরও একজন বলেন, “আমরা সকাল থেকে এসেছি। কিছু খাইনি। আমাদের জল ফুরিয়ে গেছে। সরকারের তরফে জলের বন্দ্যোবস্ত করা হয়নি। আর ওরা বিরিয়ানি, পিৎজা খাবেন? খাওয়াচ্ছি।”

