Sacked teachers: সরকার তাঁদের নিয়ে কী ভাবছে? জানতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিহারা শিক্ষকরা
Sacked teachers: গত ১৫ এপ্রিল বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, "পরীক্ষার নোটিস বা পরীক্ষা সংক্রান্ত সংবাদের দরুণ বিগত ১৫ তারিখ একটি আন্দোলন সংগঠিত হয়, যেটা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা চাই না এরকম কিছু আর ঘটুক।"

কলকাতা: এবার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন জানালেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের (জেএসএসএএম) শিক্ষক শিক্ষিকারা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেইল করলেন তাঁরা। সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়ে কী ভাবছে, তা তাঁরা জানতে চান। সেজন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন। এছাড়াও আরও কয়েকটি বিষয় তাঁরা জানতে চান বলে চিঠিতে জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বলা হয়েছে, “আমরা বিগত ১৪ দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানরত। আপনি জানেন বিগত ৩ তারিখ (৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের চাকরি চলে গিয়েছে। এমত অবস্থায় আমরা অসহায় হয়ে বারবার আমাদের শিক্ষামন্ত্রী এবং আপনার দ্বারস্থ হয়েছি।”
গত ১৫ এপ্রিল বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, “পরীক্ষার নোটিস বা পরীক্ষা সংক্রান্ত সংবাদের দরুণ বিগত ১৫ তারিখ একটি আন্দোলন সংগঠিত হয়, যেটা সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা চাই না এরকম কিছু আর ঘটুক। তাই আপনার হস্তক্ষেপ অত্যন্ত জরুরি।”
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ লিখেছে, সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়ে কী ভাবছে? রিভিউ পিটিশনের গতিপ্রকৃতি কী? নতুন বিজ্ঞপ্তি নিয়ে সরকারের চিন্তাভাবনা কী? রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে সরকার পরীক্ষা ছাড়া যোগ্যদের পুনঃনিয়োগের ব্যবস্থা কীভাবে করবে? এইসব বিষয়ে আলোচনার জন্য বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছেন। বুধবার তাঁর ফেরার কথা। ফলে এদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কি না, তা নিয়ে এখনও রাজ্য সরকারের তরফে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ইমেলের জবাব দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

