SSC Recruitment: শূন্য হচ্ছে ১৯১১ টি পদ, কাউন্সেলিং কবে? বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল SSC
SSC Recruitment: আদালতের নির্দেশে ১৯১১ জনের চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন উঠেছে, ওই সব পদগুলিতে কবে নিয়োগ হবে।
কলকাতা : আদালতে ফের একবার মুখ পুড়েছে রাজ্যের। এক নির্দেশেই চাকরি বাতিল হয়েছে ১৯১১ জনের। শুধু তাই নয়, ওএমআর শিট (OMR Sheet) জালিয়াতি করে গ্রুপ ডি বিভাগে অর্থাৎ শিক্ষাকর্মী পদে যাঁরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের প্রত্যেককে বেতনও ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, অবিলম্বে ওই ১৯১১ টি শূন্যপদে নিয়োগ করতে হবে। যাঁরা অপেক্ষমান তালিকায় রয়েছে, তাঁদের মধ্যে থেকেই হবে নিয়োগ। এই নির্দেশ পাওয়ার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবারই সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে, শীঘ্রই এসএসসি-র অফিসেই হবে যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং। কবে হবে, সেই দিন এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে, জানানো হয়েছে, শীঘ্রই ওয়েবসাইটে প্রকাশ হবে কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি। www.westbengalssc.com ওয়েবসাইটে চোখ রাখতে হবে প্রার্থীদের।
তবে এবার স্বচ্ছতা নিয়ে যে কমিশন অত্যন্ত তৎপর, তা স্পষ্ট হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে উল্লেখ করা হয়েছে, যদি কাউন্সেলিং-এ অংশ নেওয়া কোনও প্রার্থীর ওএমআর শিট বিকৃতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ তাঁর কাউন্সেলিং বাতিল করা হবে। যদি কাউন্সেলিং-এর দিন কেউ আসতে না পারেন, তাঁকে আরও কোনও সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
শুক্রবারই এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, কাউন্সেলিং করে ১৯১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে দ্রুত। তিন সপ্তাহের মধ্যে সেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে সময় নিয়ে কাজটা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, দ্রুত কাজ করতে গিয়ে যেব আবার কোনও বিড়ম্বনায় পড়তে না হয়।