AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah: ৩০ লাখি সোনা পরনে, শিয়ালদহ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ লোকাল থেকে নামতেই, যুবকের সঙ্গে যা ঘটল, ছিনতাই নয়, তার থেকেও বড় কিছু…

Sealdah: ওই যুবকের নাম রাহুল সাঁতরা। বছর পঁচিশের ওই যুবকের বাড়ি পেট্রাপোলের খালিদপুর গ্রামে। তিনি বনগাঁ স্টেশন থেকে বনগাঁ লোকালে শিয়ালদহ এসেছিলেন। আরপিএফের কাছে আগে থেকেই খবর ছিল।

Sealdah: ৩০ লাখি সোনা পরনে, শিয়ালদহ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ লোকাল থেকে নামতেই, যুবকের সঙ্গে যা ঘটল, ছিনতাই নয়, তার থেকেও বড় কিছু...
শিয়ালদহ স্টেশনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2025 | 6:49 PM
Share

কলকাতা: শিয়ালদহ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তখন সবেমাত্র এসে দাঁড়িয়েছিল বনগাঁ-শিয়ালদহ লোকাল। জেনারেল বগি থেকে বছর পঁচিশের এক যুবক নামেন। প্রথমে প্ল্যাটফর্মেরশ সিটে কিছুক্ষণ বসে বিশ্রাম নেন। তারপর সামনের দিকে এগিয়ে আসছিলেন। তখনই কয়েকজন সাধারণ পোশাকের ব্যক্তি আর আরপিএফ এসে দাঁড়ায় তাঁর কাছে। বাকি যাত্রীরা তখন ঘুরে ঘুরে তাঁকেই দেখছিলেন। প্রথমে তাঁকে বেশ কয়েকটি প্রশ্ন, তারপর ব্যাগে তল্লাশি। ব্যাগ থেকে যা বেরল, তা দেখে হতভম্ব হয়ে যান বাকি যাত্রীরাও। শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনা!

জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল সাঁতরা। বছর পঁচিশের ওই যুবকের বাড়ি পেট্রাপোলের খালিদপুর গ্রামে। তিনি বনগাঁ স্টেশন থেকে বনগাঁ লোকালে শিয়ালদহ এসেছিলেন। আরপিএফের কাছে আগে থেকেই খবর ছিল। সেই সূত্র মারফত খবর পেয়ে, শিয়ালদহ স্টেশনে তল্লাশি চালান তদন্তকারীরা। সাব ইন্সপেক্টর হরদেশ কুমার, কনস্টেবল অতুল কুমার, মহিলা কনস্টেবল মাধুরী পাঠকের নেতৃত্বে চলে অভিযান।

তদন্তকারীরা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৪৮.৭৯ গ্রাম সোনা উদ্ধার করে। ওই যুবক কোথা থেকে সোনা আসছিল, সোনার যাবতীয় বৈধ নথি দেখাতে পারেনি। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়। কোথা থেকে সোনা কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।