High Security in Kolkata Metro: এবার নজর মেট্রোতে! আগামী দু’দিন এক ধাক্কায় অনেকটাই বাড়ল নিরাপত্তা, মাঠে নামছে পুলিশের বিশেষ টিম

High Security in Kolkata Metro: ৩১ তারিখ স্পেশ্যাল টিম থাকছে পার্কস্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেডে। দল থাকছেন একজন সাব-ইন্সপেক্টর, আর চার পুলিশ কর্মী, দু’জন মহিলা পুলিশ কর্মী। জোর দেওয়া হচ্ছে সিসিটিভি নজরদারির উপর।

High Security in Kolkata Metro: এবার নজর মেট্রোতে! আগামী দু’দিন এক ধাক্কায় অনেকটাই বাড়ল নিরাপত্তা, মাঠে নামছে পুলিশের  বিশেষ টিম
বিবৃতি জারি করে জানাল মেট্রো Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 6:49 PM

কলকাতা: হাতে আর মাত্র একটা দিন। তারপরই নতুন বছর। বড়দিনের রেশ মেলাতে না মেলাতেই ফের ভিড়ের সাগরে ভাসতে চলেছে কলকাতা। আর সেই ভিড় সামল দিতেই এবার বড় উদ্যোগ কলকাতা মেট্রোর। জোর দেওয়া হচ্ছে নিরাপত্তার উপর। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন ও দমদমের উপর থাকছে বাড়তি নজর। নজর থাকছে দক্ষিণেশ্বর স্টেশনের উপরেও। ভিড়ের চাপে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে ৩১ তারিখ বছর শেষের দিন থেকেই মাঠে তরফর আরপিএফ। তৈরি থাকছে স্পেশ্যাল টিম। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত রেল পুলিশ থাকছে প্রবেশ ও প্রস্থানের গেটে। বেশি সংখ্যক পুলিশকেও মাঠে নামানো হচ্ছে। 

পুরুষ রেল পুলিশ কর্মীর পাশাপাশি থাকছে বেশি সংখ্যক মহিলা আরপিএফ-ও। বড়দিনের পাশাপাশি নববর্ষের উদযাপনেও বরাবরই তুমুল ভিড় দেখা যায় পার্কস্ট্রিট-সহ আশপাশের এলাকাতে। স্বাভাবতই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনেও ব্যাপক ভিড় দেখা যায়। সে কারণে এই স্টেশনের নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে আরপিএফ। স্পেশ্যাল টিমে থাকছে সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর পদ মর্যাদার পুলিশ কর্মীরা। 

এই খবরটিও পড়ুন

৩১ তারিখ স্পেশ্যাল টিম থাকছে পার্কস্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেডে। দল থাকছেন একজন সাব-ইন্সপেক্টর, আর চার পুলিশ কর্মী, দু’জন মহিলা পুলিশ কর্মী। জোর দেওয়া হচ্ছে সিসিটিভি নজরদারির উপর। পার্কস্ট্রিটে যে স্পেশ্যাল টিম থাকছে তাতে আবার একজন উচ্চপদস্থ পদ মর্যাদার পুলিশ কর্তার পাশাপাশি আরও চার পুলিশ কর্মী থাকছেন। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির আবহে অনুপ্রবেশ আশঙ্কা বেড়েছে ভারতে। একইসঙ্গে নানা প্রান্ত থেকে ধরা পড়েছে কুখ্যাত সব জঙ্গি। তাই বর্ষবরণের উৎসবের মধ্যে যাতে কোনওরকম নাশকতার ছক কেউ কষতে না পারে সে বিষয়ে সদা-সতর্ক রয়েছে পুলিশ। সে কারণেই ৩১ ও ১ মেট্রোতে চেকিংয়েও জোর দিতে চলেছে পুলিশ।