Ration Scam: ইডির স্ক্যানারে রেশন ডিলাররাও, একে একে ডাক পড়ছে বাকিবুর ‘ঘনিষ্ঠ’দের
ED in Ration Case: বাকিবুর রহমানকে জেরে করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পেয়েছেন। সেই সূত্র ধরেই তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন রেশন ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় এবার একে ডাক পড়ছে রেশন ডিলারদেরও। ইডির স্ক্যানারে এবার রেশন ডিলাররাও। শনিবার বেশ কয়েকজন রেশন ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী বাকিবুর রহমানও। এই বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রী ঘনিষ্ঠ-যোগের বেশ কিছু তথ্য তদন্তকারী অফিসারদের হাতে এসেছে বলে ইডি সূত্রে দাবি। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, তিনি বাকিবুরকে চেনেনই না।
জানা যাচ্ছে, বাকিবুর রহমানকে জেরে করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা পেয়েছেন। সেই সূত্র ধরেই তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজন রেশন ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার দুপুরেই সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।
রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী আধিকারিকরা এজেসি বোস রোড সংলগ্ন একটি বহুতলের ছ’তলাতেও তল্লাশি চালাচ্ছেন। একটি কোম্পানির আটা-ময়দা তৈরির ফ্যাক্টরি এবং প্যাকেজিং-এর অফিস রয়েছে এই ছ’তলায়। বনগাঁর একটি আটাকলে এবং সেই আটাকলের মালিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডির অফিসাররা। ওই আটাকল মালিকের সল্টলেকে একটি হোটেলও আছে বলে জানা যাচ্ছে। সেখানেও হানা দিয়েছেন ইডির অফিসাররা। ইডির পৃথক পৃথক টিম এদিন হানা দিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। উলুবেরিয়া কুলগাছিয়া অঙ্কিত রাইস মিলে ইডির তদন্তকারী অফিসাররা হানা দিয়েছেন। এর পাশাপাশি আজ সকাল থেকেই রেশন দুর্নীতি তদন্তে ইডি একযোগে নদিয়ায় পাঁচটি জায়গায় তল্লাশি শুরু করেছে।