AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Transport Department: আরও ‘স্মার্ট’ হচ্ছে পরিবহণ, গাড়ির মালিকানা বদল থেকে নম্বর পরিবর্তন… সব হবে অনলাইনে

Transport Department: স্নেহাশিস বাবু জানান, এবার অনলাইনে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আসছে স্মার্ট পরিবহন ব্যবস্থা। অনলাইনের মাধ্যমে পরিবহণের সব কাগজে অনুমোদন পাবেন সাধারণ মানুষ।

Transport Department: আরও 'স্মার্ট' হচ্ছে পরিবহণ, গাড়ির মালিকানা বদল থেকে নম্বর পরিবর্তন... সব হবে অনলাইনে
কলকাতার রাস্তায় বাস
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 2:00 PM
Share

কলকাতা : ফিরহাদ হাকিমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেশ কিছু পদক্ষেপ করতে শুরু করেছেন। এবার রাজ্যের পরিবহণ (West Bengal Transport Department) সংক্রান্ত বেশ কিছু পরিষেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। স্নেহাশিস বাবু জানান, এবার অনলাইনে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আসছে স্মার্ট পরিবহন ব্যবস্থা। অনলাইনের মাধ্যমে পরিবহণের সব কাগজে অনুমোদন পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি তিনি আরও জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময়ে অনেক পরিবর্তন এসেছে। আগামী দিনে আমরা আরও স্বচ্ছ পরিবহণ ব্যবস্থা দিতে চলেছি। ই-ভেইকেল-এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই অনেক ব্যাটারি বাস চালু করেছি।”

এবার থেকে যে যে পরিষেবা অনলাইনে পাওয়া যাবে –

১. গাড়ির মালিকানার নাম পরিবর্তন ২. ট্রেড লাইসেন্স-এর পুনর্নবীকরণ ৩. গাড়ি রেজিষ্ট্রেশন-এর আবেদন জমা করার পর সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনে ৪. গাড়ির নম্বর পরিবর্তন সংক্রান্ত কাজও করা যাবে অনলাইনে ৫. গাড়ির বিশেষ কোনও অনুমোদনও হবে অনলাইনে ৬. এর পাশাপাশি গাড়ির লোন পরিশোধ-এর সমাপ্তিকরণ হবে অনলাইন মাধ্যমে ৭. ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনে ৮. নথিভুক্ত গাড়ির রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে ৯. গ্যারেজের অনুমোদন পাওয়া যাবে অনলাইনে ১০.গাড়ির লার্নার লাইসেন্সও পাওয়া যাবে অনলাইনে

উপরোক্ত এই সব পরিষেবাগুলি অনলাইনে পাওয়া যাবে। এর পাশাপাশি যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য সশরীরে গিয়ে কাজ করার ব্যবস্থাও থাকছে। এর পাশাপাশি বাস সংক্রান্ত সমস্যার জট কাটাতেও চিন্তাভাবনা করছে পরিবহন দফতর। বাসগুলিতে নির্দিষ্ট চার্ট তৈরির ক্ষেত্রে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এখনও ভাড়া বাড়ানোর কোনও কথা নেই। তবে বাসগুলির সঙ্গে কথা বলে ভাড়া আয়ত্তে রাখতে হবে। মন্ত্রী বলেন, “সিএনজি-র দামও বাড়ছে। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।” আগামী দিনে রাস্তায় ই-ক্যাবের জন্য চার্জিং পয়েন্ট রাস্তায় করার কথাও ভাবছে পরিবহন দফতর।