Sheikh Shahjahan: শুভেন্দুর সঙ্গে শাহজাহানের ছবি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

Sheikh Shahjahan: সম্প্রতি একটি অডিয়ো বার্তা প্রকাশ্যে আসে, যেটি শেখ শাহজাহানের বলে দাবি করা হয়। সেখানেও ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেছিলেন, ইডি-র অভিযান আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের নেতা-কর্মীদের আশ্বস্তও করতে শোনা গিয়েছিল তাঁকে। আর এবার সেই একই কথা বললেন সুকুমার মাহাতো।

Sheikh Shahjahan: শুভেন্দুর সঙ্গে শাহজাহানের ছবি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের
অভিযোগ সুকুমার মাহাতোরImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 9:18 PM

কলকাতা: ইডি আক্রান্ত হওয়ার পর পাঁচ দিন কেটে গেল। এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। রাজ্য জুড়ে যখন ওই ঘটনায় বিরোধীরা বারবার শাসক দলের দিকে আঙুল তুলছে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তাঁর দাবি, শেখ শাহজাহান বিজেপিতে যেতে রাজি হয়নি বলেই এভাবে তাঁকে ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে দাবি করলেন বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহজাহানের একটি ছবি দেখা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি একটি অডিয়ো বার্তা প্রকাশ্যে আসে, যেটি শেখ শাহজাহানের বলে দাবি করা হয়। সেখানেও ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেছিলেন, ইডি-র অভিযান আসলে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের নেতা-কর্মীদের আশ্বস্তও করতে শোনা গিয়েছিল তাঁকে। আর এবার সেই একই কথা বললেন সুকুমার মাহাতো।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে বিধায়ক বলেন, ‘অনেক জায়গায় ছবি দেখলাম। অনেকেই বলছে শাহজাহানকে বিজেপিতে ডাকা হয়েছিল। তিনি যাননি বলেই ষড়যন্ত্র করা হয়েছে।’ তাঁর দাবি, শেখ শাহজাহান গ্রেফতার হলে রাজনৈতিক ভাবে তা মোকাবিলা করা হবে। ঘটনার সময় শাহজাহান ঘরে ছিলেন না বলে দাবি করেছেন বিধায়ক।

তবে বিজেপি এই অভিযোগকে আমল দিতে রাজি নয়। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, এই ছবি দেখিয়ে কিছু প্রমাণ করা সম্ভব নয়। ২০০৮ সাল থেকে বিজেপির সঙ্গে শেখ শাহজাহানের লড়াই বলে দাবি করেছেন তিনি। বিজেপি নেতা বলেন, “শাহজাহান আমাদের তিন কর্মীকে গুলি করে খুন করেছে। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন ছবি থাকতেই পারে।”