Sheikh Shajahan: তবে কি ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল? সন্দেশখালির শেখ শাহজাহানের দায়িত্ব গেল অন্যের হাতে
Sheikh Shajahan: সন্দেশখালি নেতা শেখ শাহাজাহান উত্তর ২৪ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ। গত শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।
কলকাতা: রেশন দুর্নীতি তাঁর বাড়িতে তদন্তে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের। মার খেয়ে মাথা ফেটেছে। কলাবাগান দিয়ে দৌড়ে পালাতে হয়েছে সিআরপিএ কর্মীদের। ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে শেখ শাহজাহান কোথায়, তারই কোনও সূত্র মিলছে না। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানকে আপাতত দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হল। তবে কি শাহজাহানকে ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল? শাহজাহান ছিলেন মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ। তিনি না থাকায় আপাতত যাতে উন্নয়ন আর প্রশাসনিক কাজ ব্যহত না হয়, মৎস্য দফতরের কাজকর্ম আপাতত দেখবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
সন্দেশখালি নেতা শেখ শাহাজাহান উত্তর ২৪ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ। গত শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। কিন্তু বেশ কিছুদিন ধরে তিনি অনুপস্থিত আছেন। তারপরই দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা পরিষদের আইন অনুযায়ী, যদি কোনও কর্মাধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত, তাতে কাজের যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে কারণে সভাধিপতি নিজেই সেই দফতরের কাজ করে দিতে পারেন। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, যতদিন শাহজাহান অনুপস্থিত থাকবেন, ততদিন পর্যন্ত মৎস দফতরের কাজ যা আসবে, তিনিই করে দেবেন। এক্ষেত্রে দলীয় কোনও সিদ্ধান্তের বিষয় নয়। সম্পূর্ণরূপে জেলা পরিষদের আইন অনুযায়ী এই সিদ্ধান্ত। পরবর্তীতে তিনি যদি আবার কর্মাধ্যক্ষ হিসাবে যোগদান করেন, কাজে আসেন, তিনি তাঁর দফতর ফিরে পাবেন ।