Arjun Singh: দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া দরকার: অর্জুন সিং
Arjun Singh: খানিক ক্ষোভের সঙ্গেই অর্জুন বলছেন, “রাজ্যপালের ভূমিকা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। বিরোধী দলনেতা কোর্টে গিয়েছিলেন। আমি হাইকোর্টকে তাঁদের নির্দেশের জন্য ধন্যবাদ জানাই।”

খানিক ক্ষোভের সঙ্গেই অর্জুন বলছেন, “রাজ্যপালের ভূমিকা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। বিরোধী দলনেতা কোর্টে গিয়েছিলেন। আমি হাইকোর্টকে তাঁদের নির্দেশের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু, আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে। যেখানে যে উপদ্রব করবে দেখা মাত্রই গুলি করার অর্ডার লাগবে। আজকে রেল বোর্ড কেন শ্যুট অ্যাট সাইটের অর্ডার করছে না সম্পত্তি নষ্ট হওয়ার পরেও?”
অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ও। তিনি বলছেন, “পশ্চিমবঙ্গে সাংবিধানের রক্ষা কর্তা রাজ্যপাল। যে রাজ্যপাল এই রাজ্যের নন, কেরল থেকে এসেছেন। ফলে তিনি অ আ ক খ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন। ফলে ওনার সময় নেই পশ্চিমবঙ্গের দুরাবস্থার দিকে দেখার! শুধু মাঝেমধ্যে অ আ ক খ শিখতে যাচ্ছেন।”
