Singer KK Death: কেকে-এর মৃত্যু কি অস্বাভাবিক? মামলা রুজু করল নিউ মার্কেট থানার পুলিশ

Singer KK Death: মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী। সূত্রের খবর, এরপরই হোটেলে ফিরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

Singer KK Death: কেকে-এর মৃত্যু কি অস্বাভাবিক? মামলা রুজু করল নিউ মার্কেট থানার পুলিশ
প্রয়াত কেকে।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 9:24 AM

কলকাতা: কলকাতায় অনুষ্ঠান করতে এসে সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু কি অস্বাভাবিক? তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই উঠে আসছে অনেকগুলি প্রশ্ন। এবার এই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই গায়কের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নিউ মার্কেট থানার পুলিশ। গায়কের মৃত্য়ুর ঘটনায় পাঁচ তারা হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছেন নিউ মার্কেট থানার তদন্তকারীরা। গভীর রাতে হোটেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা। হোটেলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। অভিযোগ, কেকে-এর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে সেই চোট অসুস্থ হয়ে যাওয়ার কারণে লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী। সূত্রের খবর, এরপরই হোটেলে ফিরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি সেখান থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই নজরুল মঞ্চে কেকে-এর শোয়ের বেশ কিছু ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। TV9 বাংলার হাতে রয়েছে আরও একটি এক্সক্লুসিভ ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, শো শেষ করে শিল্পী মঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছেন। তাঁকে দৃশ্যত বিধ্বস্ত লাগছিল। আয়োজকরা তাঁকে ঘিরে ঘরে মঞ্চ থেকে বার করে নিয়ে যান। পিছনে ছিলেন অনুরাগীরা।

কেকে-এর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সহশিল্পীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁরা কথা বলতে চাইছেন পাঁচ তারা হোটেলের কর্মীদের সঙ্গেও। ইতিমধ্যেই হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।