CM Mamata on SIR: ‘সামনে এসআইআর আর পিছনে মিরজাফর স্যর?’ অমিত শাহকে ‘রিঅ্যাকশনের’ কথা মনে করালেন মমতা

CM Mamata on Amit Shah: বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ যে ছেড়ে কথা বলবে না তাও দিন জোর দিয়ে বলেন মমতা। কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, “বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী, তাঁরা সাহসী। বাংলার মা বোনেদের অনেক শক্তি।”

| Edited By: জয়দীপ দাস

Oct 10, 2025 | 12:14 AM

কলকাতা: “আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন তিনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন।” ১৫ অক্টোবরের পর এসআইআরের জল্পনা নিয়ে যখন তোলপাড় হচ্ছে বাংলা তখন এ কথা শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে। তা নিয়েও বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক মহলে। এবার এদিনও ফের তাঁর মুখে শোনা গেল সেই ‘মীরজাফর’ প্রসঙ্গ। আরও একধাপ এগিয়ে রীতিমতো স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের সুরে বললেন, “সামনে এসআইআর আর পিছনে মীরজাফর স্যর? এনআরসি? গায়ের জোরে বাংলা দখল করতে পারবেন না।” 

মমতার সাফ কথা, এসআইআর-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে। অমিত শাহের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একজন মীরজাফর রয়েছেন দিল্লিতে! এই মীরজাফরদের মৃত্যু কোনওভাবে হয় না। তাঁরা চিরকাল বেঁচে থাকে কোনও কাজের মধ্যে দিয়ে। তাঁরা ভেবেছেন তারাই শেষ কথা বলবেন। তাঁরা যদি এসব করতে যান তাহলে দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে পড়বে। ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলার চেষ্টা করবেন না।”  

বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ যে ছেড়ে কথা বলবে না তাও দিন জোর দিয়ে বলেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, “বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী, তাঁরা সাহসী। বাংলার মা বোনেদের অনেক শক্তি। কৃষক, যুবদের অনেক শক্তি। সে জন্যই ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেনি বলে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে। আমি বিজেপিকেও বলব আগুন নিয়ে খেলবেন না।” এরপরই তাঁর সংযোজন, “এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে। যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন তাহলে আমরা রেডি। তবে সব অ্যাকশনের রিঅ্য়াকশনও রয়েছে। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন রয়েল বেঙ্গল টাইগারকে আহত করলে সে কিন্তু প্রতিরোধ করবেই। গায়ের জোরে সব হয় না।” 

তোপের পর তোপ মমতার

কলকাতা: “আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন তিনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন।” ১৫ অক্টোবরের পর এসআইআরের জল্পনা নিয়ে যখন তোলপাড় হচ্ছে বাংলা তখন এ কথা শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে। তা নিয়েও বিস্তর জলঘোলা হয় রাজনৈতিক মহলে। এবার এদিনও ফের তাঁর মুখে শোনা গেল সেই ‘মীরজাফর’ প্রসঙ্গ। আরও একধাপ এগিয়ে রীতিমতো স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের সুরে বললেন, “সামনে এসআইআর আর পিছনে মীরজাফর স্যর? এনআরসি? গায়ের জোরে বাংলা দখল করতে পারবেন না।” 

মমতার সাফ কথা, এসআইআর-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে। অমিত শাহের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “একজন মীরজাফর রয়েছেন দিল্লিতে! এই মীরজাফরদের মৃত্যু কোনওভাবে হয় না। তাঁরা চিরকাল বেঁচে থাকে কোনও কাজের মধ্যে দিয়ে। তাঁরা ভেবেছেন তারাই শেষ কথা বলবেন। তাঁরা যদি এসব করতে যান তাহলে দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে পড়বে। ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলার চেষ্টা করবেন না।”  

বৈধ ভোটার বাদ গেলে যে রাজ্যের মানুষ যে ছেড়ে কথা বলবে না তাও দিন জোর দিয়ে বলেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, “বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী, তাঁরা সাহসী। বাংলার মা বোনেদের অনেক শক্তি। কৃষক, যুবদের অনেক শক্তি। সে জন্যই ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেনি বলে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল দিল্লিতে। আমি বিজেপিকেও বলব আগুন নিয়ে খেলবেন না।” এরপরই তাঁর সংযোজন, “এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে। যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন তাহলে আমরা রেডি। তবে সব অ্যাকশনের রিঅ্য়াকশনও রয়েছে। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন রয়েল বেঙ্গল টাইগারকে আহত করলে সে কিন্তু প্রতিরোধ করবেই। গায়ের জোরে সব হয় না।” 

তোপের পর তোপ মমতার