SLST Job Seekers Protest: চাকরি চাইতে চুল দিলেন মহিলা, ধর্মতলায় ন্যাড়া হয়ে প্রতিবাদ

SLST Job Seekers Protest:এ দিন হকের চাকরির দাবিতে রাস্তাতেই মাথা ন্যাড়া হতে দেখা এক মহিলা আন্দোলনকারীকে। এ ছবি যে লজ্জার তা বলার অপেক্ষা রাখে না। নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু এরপরও মিলবে চাকরি? প্রশ্ন থাকছেই। একদিকে এক চাকরি প্রার্থী যখন ন্যাড়া হচ্ছেন, তখন অপর দিকে অন্য মহিলা চাকরিপ্রার্থীরা হাউহাউ করে কাঁদছেন।

SLST Job Seekers Protest: চাকরি চাইতে চুল দিলেন মহিলা, ধর্মতলায় ন্যাড়া হয়ে প্রতিবাদ
ন্যাড়া হলেন মহিলা চাকরিপ্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 8:12 PM

কলকাতা: হকের চাকরি কবে মিলবে? লাগাতার আন্দোলন করেই যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। শনিবার হাজার দিন হয়ে গেল চাকরি প্রার্থীদের আন্দোলন। তাঁরা রাস্তায় বসে রয়েছেন। তাঁরা বৃষ্টি ভিজছেন। শীতের সময় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। রাস্তাতেই পুজো কাটিয়েছেন। তবুও লড়াই করছেন পাওনা চাকরির জন্য। বিভিন্ন সময়ে অভিনবভাবে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁরা। আজ ধর্মতলার ধরনা মঞ্চে এসএলএসটি চাকরি প্রার্থীরা নিজেদের পাওনা চাকরির জন্য ন্যাড়া হচ্ছেন। শুরু পুরুষরা নয়, মহিলা আন্দোলনকারীও নিজের মাথা মোড়ালেন।

এ দিন হকের চাকরির দাবিতে রাস্তাতেই মাথা ন্যাড়া হতে দেখা এক মহিলা আন্দোলনকারীকে। এ ছবি যে লজ্জার তা বলার অপেক্ষা রাখে না। নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু এরপরও মিলবে চাকরি? প্রশ্ন থাকছেই। একদিকে এক চাকরি প্রার্থী যখন ন্যাড়া হচ্ছেন, তখন অপর দিকে অন্য মহিলা চাকরিপ্রার্থীরা হাউহাউ করে কাঁদছেন। এদিন এক মহিলা চাকরিপ্রার্থী ও তিন পুরুষ চাকরিপ্রার্থী ন্যাড়া হয়েছেন।

এক মহিলা চাকরিপ্রার্থী বললেন, “মাননীয় আপানার রাজ্যে এটা কাম্য নয়। আমাদের চুল এভাবে বিসর্জন করতে হবে?আর কী করতে হবে আমাদের?” আরও এক চাকরিপ্রার্থী বলেন, “মুখ্যমন্ত্রী আপনি উত্তরবঙ্গে রয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমাদের এই আন্দোলন যদি দেখে থাকেন তাহলে আগামিকালই আমাদের ধরনা মঞ্চে আসুন। আপনাকে এসে আমাদের নিয়োগ দিতেই হবে।” যে মহিলা নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ করেছেন, তিনি বললেন, “আমাদের যন্ত্রণার আজ হাজার তম দিন। সরকার উদাসহীন আমাদের নিয়োগের ব্যাপারে। এর প্রতিবাদ জানাই। এ রাজ্যের বিরোধী দল, শিক্ষাবীদ, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সকলের কাছে আমাদের আবেদন সব কিছুর উর্ধ্বে গিয়ে প্রশ্ন করুন আমাদের নিয়োগ কবে হবে। মুখ্যমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছেন নিয়োগ হবে। কবে হবে? আমারা ওনার কাছে পৌঁছতে পারিনি। অনেকবার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী যদি দেখে থাকেন একবার গান্ধীমূর্তির নিচে এসে দেখুন। এই যন্ত্রণা আর নিতে পারছি না। আপনি একজন মহিলা। আমাদের যন্ত্রণা বুঝুন।”