Jogesh Chandra Chaudhuri Law College: বহিরাগতরা কলেজে কী করছে? মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভে পড়ুয়ারা
Jogesh Chandra Chaudhuri College: এ দিন, কলেজে গভর্নিং বোর্ডের বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়। পড়ুয়াদের একাংশের দাবি, এই বৈঠকে উপস্থিত ছিলেন বহিরাগতরা। তারপরই মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভে বসে পড়েন সাধারণ ছাত্র-ছাত্রীদের একাংশ।

কলকাতা: পড়ুয়াদের একাংশের বিক্ষোভের জেরে উত্তাল যোগেশচন্দ্র ল কলেজ। গভর্নিং বোর্ডের বৈঠকে মালা রায় আসতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, বহিরাগতরা কলেজের মধ্যে এখনও ঢুকছে। অবাধ যাতায়াত করছেন তাঁরা। শুধু তাই নয়, অভিযোগকারী পড়ুয়ারা একদম মার্ক করে করে দেখিয়ে দিলেন কারা কলেজের ভিতর ‘দাপাদাপি’ করছেন।
এ দিন, কলেজে গভর্নিং বোর্ডের বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়। পড়ুয়াদের একাংশের দাবি, এই বৈঠকে উপস্থিত ছিলেন বহিরাগতরা। তারপরই মালা রায়ের গাড়ির সামনে বিক্ষোভে বসে পড়েন সাধারণ ছাত্র-ছাত্রীদের একাংশ।
এক ছাত্রী বলেন, “বহিরাগত কে কলেজের ভিতর পড়াশোনা করে তা তো জানি না আমি। সেটা প্রশাসন আর অধ্যক্ষ চলবে। জিবি বৈঠক নিয়ে কোনও সমস্যা হয়নি। ডে আর মর্নিং দু’টো কলেজ চলছে। মনে হয় সব ঠিক হয়ে যাবে। এখানে তো সবাই ছাত্র। কে বহিরাগত আর কে এখানকার ছাত্র তা তো বোঝা মুশকিল। সকলেই ভাল। কে দুষ্কৃতী তা তো এইভাবে চিহ্নিত করা মুশকিল।” পড়ুয়াদের একাশ বলেন, “হাইকোর্টের নির্দেশ ছিল রিয়া নামের মেয়েটি যাতে কলেজের ভিতরে প্রবেশ না করে। তারপরও ওরা প্রবেশ করছে। কেন এটা হবে?”





