Sovan Meets Partha: ‘পার্থ দা’ ভিতরে! শুনে বৈশাখীকে গাড়িতে বসিয়েই দেখা করতে ছুটলেন শোভন

Sovan Meets Partha: শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এত কাছে এসে না দেখা করলে, সেটা ঠিক হত না। এছাড়া পার্থকে অভিযুক্ত বলে মেনে নিলেও দোষ যে প্রমাণিত হয়নি, সে কথা মনে করিয়ে দিয়েছে শোভন।

Sovan Meets Partha: 'পার্থ দা' ভিতরে! শুনে বৈশাখীকে গাড়িতে বসিয়েই দেখা করতে ছুটলেন শোভন
পার্থকে দেখে এলেন শোভনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 6:51 PM

কলকাতা: একজন ছিলেন মেয়র, অপরজন ছিলেন শিক্ষামন্ত্রী। দুজনের কাছেই আজ দলও অতীত, পদও অতীত। কাকতালীয়ভাবে আজ দেখা হয়ে গেল তাঁদের। বিবাহ বিচ্ছেদের মামলায় মাঝে মধ্যেই কোর্টে যেতে হয় শোভন চট্টোপাধ্যায়কে। আর নিয়োগ দুর্নীতির মামলায় হেফাজত শেষ হলেই আদালতে হাজির হতে হয় পার্থ চট্টোপাধ্য়ায়। আজ, শনিবার আদালত থেকে বেরিয়ে গিয়েও ‘পার্থ দা’ এসেছেন শুনে ছুটলেন দেখা করতে। গাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে বসিয়ে রেখেই আদালতের লক আপের কাছে চলে গেলেন শোভন। কাছাকাছি যেতে পারলেন না। তবু দূর থেকেই দেখে এলেন দীর্ঘদিনের সহকর্মী ‘পার্থ দা’-কে। না, এ ব্যাপারে কোনও বিতর্ককে আমল দিতে চাইছেন না প্রাক্তন মেয়র। তাঁর দাবি, না দেখা করলেই অপরাধ হত!

এদিন জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয়েছিল পার্থকে। তাঁর মামলার শুনানিও শেষ। এদিকে, সেই সময় আদালত থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছেন শোভন-বৈশাখী। সাংবাদিকদের ভিড় দেখে খোঁজ খবর নিয়ে শোভন জানতে পারেন পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরা ছিল। গাড়ি এগিয়ে যাওয়ার পরও থেমে যায়। বৈশাখীকে রেখেই গাড়ি থেকে নেমে যান শোভন। কেন ওভাবে কোর্ট ইন্সপেক্টরের অফিসে ঢুকে গেলেন পার্থর সঙ্গে দেখা করতে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগের কথাই বলেন শোভন। ‘দাদার মতো’ পার্থ চট্টোপাধ্যায় যে পরিস্থিতির শিকার তেমনটাই মন্তব্য করেছেন তিনি। শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এত কাছে এসে না দেখা করলে, সেটা ঠিক হত না। এছাড়া পার্থকে অভিযুক্ত বলে মেনে নিলেও দোষ যে প্রমাণিত হয়নি, সে কথা মনে করিয়ে দিয়েছে শোভন। তবে তিনি জানিয়েছেন, ভিতরে গেলেও দূর থেকেই দেখা করেছেন।

এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শোভন বাবু কি একা গিয়েছেন পার্থর সঙ্গে দেখা করতে? না কি দুজনে? নিজের সিদ্ধান্তে গেছেন? না কি কেউ পাঠিয়েছে? পার্টির মুখপাত্র হিসেবে বলব, কে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেটা নিয়ে পার্টির কিছু বলার নেই।”