RSS: পাখির চোখ বাংলা! এক হতে চলেছেন ৫৭ শাখা সংগঠনের নেতারা, মার্চেই হাওড়ায় RSS-র মেগা বৈঠক
RSS: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ১১ দিনের বঙ্গ সফরে এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল। তারপরেই এই বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানা যাচ্ছে। আগামী ১ ও ২ মার্চ শনিবার ও রবিবার এই বৈঠক হওয়ার কথা হাওড়ার উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়াতে।

কলকাতা: কয়েকদিন আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবত। এবার হতে চলেছে সমন্বয় বৈঠক। আগামী ১ ও ২ মার্চ শনিবার ও রবিবার এই বৈঠক হওয়ার কথা হাওড়ার উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়াতে। সূত্রের খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ১১ দিনের বঙ্গ সফরে এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল। তারপরেই এই বৈঠকের সিদ্ধান্ত হয়।
সূত্রের খবর, এই সমন্বয় বৈঠকে সংঘের ৫৭ টি সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবেন আরও কয়েকজন ভিন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতারাও। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়-সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বেদেরও থাকার কথা। তবে কে কবে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ২০১১ সালের পরে এই ধরনের বৈঠক এই প্রথম হতে চলেছে বাংলার বুকে। গত দশ-বারো বছরে দু-একবার এই বৈঠক নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। আগামী দিনে কী কী কর্মসূচি নেওয়া যায়, কীভাবে ঘুঁটি সাজালে সংগঠন আরও জোরদার হবে, কোন কোন বিষয় নিয়ে কর্মসূচি নেওয়া যায়, এইসব বিষয়েই এবারের সমন্বয় বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য কোন পথে এগোনো যায় তা নিয়েও একে অপরের সঙ্গে কথা বলতে পারেন সংঘ এবং বিজেপির নেতারা।





