Durga Puja 2023: মাটির টানেই ৯ পেশার মানুষকে বিশেষ সম্মান, অভিনব থিম ৬৬ পল্লিতে
Durga Puja 2023: পুজোর থিমে মাটির শিল্পের মাধ্যমে সেই পেশায় যুক্তদের কাজ যেমন ফুটিয়ে তোলা হচ্ছে, তেমনই শৈল্পিক ছোঁয়ায় মাটির কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে মাটির সঙ্গে টানের বিষয়টি। যাঁরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে, পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে, তাঁদের গুরুত্ব, তা মাটির অনবদ্য কাজ দিয়ে প্রকাশ করা হয়েছে।
কলকাতা: কংক্রিটের জঙ্গল কলকাতায় থাকতে থাকতে কি আমাদের জীবন-যাপনে যাঁদের অবদান সবথেকে বেশি, তাঁদের ভুলতে বসেছি? আদৌও কি তাঁদের পেশাকে আমরা গুরুত্ব দিচ্ছি? এই প্রশ্নকে সামনে রেখেই এবার ৬৬ পল্লির পুজো মণ্ডপে দেখা যাচ্ছে অভিনব থিম ভাবনা। দুর্গার মাটি, মাটির দুর্গা। মাটি। আমরা যে মাটিতে জন্ম নিয়েছি, তাকে কি কখনও অস্বীকার করতে পারি? শিকড় থেকে নিজেকে কেউ বিচ্ছিন্ন করতে পারে? তেমনই যে মানুষগুলির সাহায্য না মিললে, আমাদের নিত্যদিনের জীবনযাপন সম্ভব নয়। এমনই ৯ ধরনের পেশার মানুষকে তাঁদের কাজের প্রতি সম্মান জানিয়ে নিজেদের ভাবনা ফুটিয়ে তুলছে ৬৬ পল্লি।
মাটির শিল্পের মাধ্যমে সেই পেশায় যুক্তদের কাজ যেমন ফুটিয়ে তোলা হচ্ছে, তেমনই শৈল্পিক ছোঁয়ায় মাটির কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে মাটির সঙ্গে টানের বিষয়টি। যাঁরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে, পরিবেশের ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে, সেই মানুষগুলির গুরুত্ব, তা মাটির অনবদ্য কাজ দিয়ে প্রকাশ করা হয়েছে। মণ্ডপ সজ্জার সঙ্গে সাযুজ্য রেখেই প্রতিমা তৈরি হয়েছে। মাটি, খড়, লোহার কাঠামো, ফাইবার সহ একাধিক উপকরন ব্যবহার করা হচ্ছে এই মণ্ডপ সজ্জায়।
ক্লাবের তরফে সম্বিত রায় বলছেন, “এবার আমাদের ৭৩তম দুর্গাপুজো। এবার আমাদের থিম দুর্গার মাটি, মাটির দুর্গা। যে দুর্গাপ্রতিমা তৈরি হচ্ছে তার জন্য ৯ ধরনের উপকরণ লাগছে। এই ৯ ধরনের উপকরণ বোঝানোর জন্য আমাদের দৈনন্দিন জীবন-যাপনকেই বেছেছি। ৯ ধরনের পেশা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সে একজন কৃষক হোক, একজন গোয়ালা হোক, বা ডোমেরই পেশা হোক। সেই প্রতিটা পেশাকে আমাদের থিমের মধ্যে দিয়ে মায়ের প্রতিমা তৈরিতে যে উপকরণ লাগে তার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। গোটা মণ্ডপের মধ্যেই তার ছাপ থাকবে। এখন আরও নতুন নতুন পেশার কারণে সেই সমস্ত পুরনো পেশাগুলি যেন হারিয়ে যেতে বসেছে। তাই আমাদের দৈনন্দিন জীবনে তাঁদের গুরুত্ব কতটা সেটাই বোঝানোর চেষ্টা করছি।”