Bijaya Dashami: স্কুবা ডাইভিং সেট-সহ স্পিড বোট, থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী! বিসর্জনে ২১৬টি পয়েন্টে তৎপর পুলিশ
Durga Puja 2025:এদিকে দশমীতে মূলত শহরের তুমুলমূলকভাবে ছোট পুজো, আবাসনের পুজোগুলির বিসর্জন হয়। অনেক বেশি মাত্রায় বিসর্জন হয় একাদশীতে। তারপরেও চলতে থাকে। ফলে আগামী কয়েকদিন ভিড় থাকবে গঙ্গার ঘাটগুলিতে। তবে আবহাওয়া দফতর বলছে, শুক্রবার একাদশীতেও কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে।

কলকাতা: দশমীতেই প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি হাওড়াতেও রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের। তৎপর পুলিশও। কলকাতা পুলিশ এলাকায় গোটা শহরে গঙ্গা, পুকুর মিলিয়ে মোট ঘাটের সংখ্যা ৮৩টি। প্রতিমা নিরঞ্জন করতে যাওয়ার ২১৬টি পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ।
গঙ্গার ২৮টি ঘাটেই থাকছে পুলিশ। মূল দায়িত্বে থাকছে রিভার ট্র্যাফিক পুলিশ। কোনওরকম বিশৃঙ্খলা, অঘটন এড়াতে ২৯টি ঘাট ও পুকুরে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬২টি টিম। গঙ্গার ২৫টি ঘাটে ডুবরি-সহ পুলিশের বোট প্রস্তুত থাকছে।
এছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫ জন বিশেষভাবে প্রশিক্ষিত ডুবুরি স্কুবা ডাইভিং সেট সহ স্পিড বোটে গঙ্গার ঘাটগুলোতে টহল দেবে। ৬ জন ডুবুরি বাজা কদমতলা ঘাটে পুলিশের লঞ্চে তৎপর থাকছে। এই পুলিশি বন্দোবস্ত থাকছে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
এদিকে দশমীতে মূলত শহরের তুমুলমূলকভাবে ছোট পুজো, আবাসনের পুজোগুলির বিসর্জন হয়। অনেক বেশি মাত্রায় বিসর্জন হয় একাদশীতে। তারপরেও চলতে থাকে। ফলে আগামী কয়েকদিন ভিড় থাকবে গঙ্গার ঘাটগুলিতে। তবে আবহাওয়া দফতর বলছে, শুক্রবার একাদশীতেও কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শহরে। শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলাতে।
