AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Case: রাজ্যে আর নয়, চাকরি ফেরাতে এবার আরও বড় পদক্ষেপ চাকরিহারাদের

SSC: আর এবার পশ্চিমবঙ্গের এসএসসি (SSC) চাকরি বাতিল বিষয়টি সংসদে আলোচনা হোক এমনটাই চাইছেন চাকরিহারা শিক্ষকরা। এই দাবিকে সামনে রেখে 'যোগ্য শিক্ষকরা'এবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন।

SSC Case: রাজ্যে আর নয়, চাকরি ফেরাতে এবার আরও বড় পদক্ষেপ চাকরিহারাদের
চাকরিহারা সুমন বিশ্বাসImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 5:58 PM
Share

কলকাতা: প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট। এই নিয়ে ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন চলছে। আর এবার পশ্চিমবঙ্গের এসএসসি (SSC) চাকরি বাতিল বিষয়টি সংসদে আলোচনা হোক এমনটাই চাইছেন চাকরিহারা শিক্ষকরা। এই দাবিকে সামনে রেখে ‘যোগ্য শিক্ষকরা’এবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তাঁরা।

শুধু তাই নয়, সেই সঙ্গে সংসদের আসন্ন অধিবেশনে বিষয়টি উত্থাপনের জন্য জাতীয় স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আর্জিও জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের স্মারকলিপি জমা দিয়েছেন।

শুধু তাই নয়, রাজ্য সরকার নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন তার ঘোরতর বিরোধিতাও করছেন তাঁরা। চাকরিহারা শিক্ষকদের নেতা সুমন বিশ্বাস বলেন, “আমরা জাতীয় কংগ্রেস, জনতা দল ইউনাইটেড, এবং ভারতীয় জনতা পার্টির সদর দফতরেও গিয়েছি। আমাদের চিঠিতে সই করেছেন মন্ত্রী সুশ্রী শোভা। আমরা চাকরি দুর্নীতির কথা জানিয়েছি। আমরা বলেছি সংসদে এই নিয়ে আলোচনা হোক। এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলিত ভাবে এই সমস্যার সমাধান করুক। আমরা রাষ্ট্রপতির দফতরে চিঠিও দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের বাঁচাতে আমাদের মতো যোগ্যদের চাকরি শেষ করে দিল।”