SSC: ইন্টারভিউতে ডাক না পেয়ে হতাশ ফ্রেশররা, অভিযোগ মানতে নারাজ SSC
SSC: এ বিষয়ে ইন্টারভিউতে ডাক পাওয়া এক চাকরিপ্রার্থী বলেন, "২০২৫এর এসএলএসটি ফ্রেশার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেলে ৬৬২ জনকে ডেকেছে। তালিকা চেক করে দেখা গেল ৬ জন ফ্রেশার্স চান্স পেয়েছে। ফ্রেশার্সরা তো ৫৮, ৫৯ নম্বর পেয়েও চান্স পেল না। তাহলে আমাদের চাকরিটা কীভাবে হবে? দশ বছর পর পরীক্ষা হচ্ছে।"

কলকাতা: ‘কাট অফ’ যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানেই থমকে নতুনরা। পূর্ণ নম্বর ৬০ পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। মোট ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী ডাক পেয়েছেন। এসএসসি সূত্রের খবর, ৫০ শতাংশ ফ্রেশার ডাক পেয়েছেন ইন্টারভিউতে। অভিযোগ উঠছে, পূর্ণ নম্বর পেয়েও চাকরি হল না এসএসসি পরীক্ষায়। একাদশ-দ্বাদশেও করুণ ছবি ফ্রেশার পরীক্ষার্থীদের। এদিকে, আবার ইংরাজি-বাংলার ক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি। অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত শিক্ষকদের। এই সমস্যা অঙ্ক-ইতিহাসের ক্ষেত্রেও।
এ বিষয়ে ইন্টারভিউতে ডাক পাওয়া এক চাকরিপ্রার্থী বলেন, “২০২৫এর এসএলএসটি ফ্রেশার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেলে ৬৬২ জনকে ডেকেছে। তালিকা চেক করে দেখা গেল ৬ জন ফ্রেশার্স চান্স পেয়েছে। ফ্রেশার্সরা তো ৫৮, ৫৯ নম্বর পেয়েও চান্স পেল না। তাহলে আমাদের চাকরিটা কীভাবে হবে? দশ বছর পর পরীক্ষা হচ্ছে।”
অন্যদিকে, ইন্টারভিউতে ডাক পাননি চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল। ডাক পেয়েছেন মেহবুব মণ্ডল, সঙ্গীতা সাহা। মেহবুব বলেন, “সাত বছর চাকরি করার পরও আমাদের এরকম বহু প্রার্থী রয়েছেন, যাঁরা সুযোগ পাননি। তাঁরা অনেকেই নবম দশম স্তরে অপেক্ষা করতে হচ্ছে। সিঙ্গল সাবজেক্টেও কল ফর ভেরিফিকেশনের ডাক পাননি। আমরা যাঁরা এই আন্দোলন করেছি, ২৪ ঘণ্টা রাস্তায় পড়ে থেকেছি, তাঁদের অনেকেরই নম্বর পর্যাপ্ত হয়নি। চাকরি করার পর, নিরপরাধ হওয়ার পরও প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতির কারণে অনেকে চাকরি পেলেন না অনেকে।”
ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরিপ্রার্থী সঙ্গীতা সাহা বললেন, “যখন দেখছি, কাছের মানুষগুলো কাট অফ ক্লিয়ার করতে পারল না, তাঁদের কী হবে। জানি না ইন্টারভিউ, ডেমোস্ট্রেশন দিয়ে পাব কিনা। “
