AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment: OMR নিয়ে বড় বদল, SSC-তে বসার আগে দেখে নিন

SSC New Rules: ২০১৬-এর নিয়োগ নিয়ে যে সব অভিযোগ ছিল, তার মধ্যে অন্যতম ছিল মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি। অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই প্যানেল থেকে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এবার সেই বিষয়টা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

SSC Recruitment: OMR নিয়ে বড় বদল, SSC-তে বসার আগে দেখে নিন
| Edited By: | Updated on: Sep 13, 2025 | 1:10 PM
Share

কলকাতা: দীর্ঘ বিতর্ক, মামলা-মোকদ্দমার পর অবশেষে পরীক্ষা হচ্ছে এসএসসি-র। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগের পরীক্ষা হচ্ছে ৭ সেপ্টেম্বর, রবিবার। ২০১৬-র পর মাঝে আর কোনও শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয়নি স্কুল সার্ভিস কমিশন। মাঝে প্রায় ৮ বছর কেটে গিয়েছে। এবার পরীক্ষার ক্ষেত্রে তাই এসএসসি অনেক বেশি সচেতন, সাবধানতাও অবলম্বন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে এসএসসি বদল এনেছে, একনজরে দেখে নিন। প্যানেলের মেয়াদ এবারের পরীক্ষার প‍্যানেলের প্রাথমিক মেয়াদ থাকছে এক বছর। সরকার অনুমতি দিলে আরও ৬ মাস মেয়াদ বাড়াতে পারে এসএসসি। অর্থাৎ প‍্যানেলের সর্বোচ্চ মেয়াদ হতে পারে দেড় বছর। প‍্যানেলের মেয়াদ পেরিয়ে গেলে আর কোনও কাউন্সেলিং করবে না এসএসসি। ২০১৬-এর নিয়োগ নিয়ে যে সব অভিযোগ ছিল, তার মধ্যে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন