একের পর এক মৃত্যু কি SIR আতঙ্কে? তরজায় তৃণমূল-বিজেপি
গত ২৭ অক্টোবর পশ্চিবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেন বিএলও-রা। তৃণমূলের অভিযোগ, রাজ্যে এসআইআর শুরুর ঘোষণার পরই আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন শাসকদলের নেতারা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে। এত মৃত্যুর দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন শশী পাঁজা। জবাব দিতে দেরি করেনি বিজেপিও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এতদিন ডেঙ্গিতে মৃত্যু হলে বলত অজানা জ্বর। আর এখন মৃত্যু হলেই বলবে এসআইআর জ্বর।"
গত ২৭ অক্টোবর পশ্চিবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেন বিএলও-রা। তৃণমূলের অভিযোগ, রাজ্যে এসআইআর শুরুর ঘোষণার পরই আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন শাসকদলের নেতারা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে। এত মৃত্যুর দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন শশী পাঁজা। জবাব দিতে দেরি করেনি বিজেপিও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এতদিন ডেঙ্গিতে মৃত্যু হলে বলত অজানা জ্বর। আর এখন মৃত্যু হলেই বলবে এসআইআর জ্বর।”